প্রত্যয় ডেস্ক, বদরুল ইসলাম বিপ্লব, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মোবারক আলী চক্ষু হাসপাতালের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এখন থেকে সাধারণ মানুষজন এখান থেকে চক্ষু সহ অন্যান্য চিকিৎসা সেবা গ্রহন করতে পারবে।
শুক্রবার সকালে জেলার পীরগঞ্জ-বীরগঞ্জ সড়কের চাপোড় চৌরাস্তার কাছে নবনির্মিত মোবারক আলী চক্ষু হাসপাতালের চিকিৎসা সেবা কার্যক্রম আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-৩ আসনের জাতীয় সংসদ সদস্য ও মোবারক আলীর কনিষ্ঠ পুত্র জাহিদুর রহমান জাহিদ।
মোবারক আলী চ্যারিটেবল ট্রাস্টের নির্বাহী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হকের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোবারক আলী চ্যারিটেবল ট্রাষ্টের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মোবারক আলীর পুত্র মুনির উদ্দীন ও সাধারন সম্পাদক মোবারক আলীর পুত্র আলহাজ্ব ইমদাদুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, সাবেক ইউপি চেয়ারম্যান ও বর্ষীয়ান রাজনীতিবিদ মোস্তফা আলম, ট্রাষ্টের সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক গোলাম রব্বানী, পীরগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান মাহবুব আলম, কোষারানীগঞ্জ ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, পীরগঞ্জ ডায়াবেটিক সমিতির সাধারন সম্পাদক ফয়জুল ইসলাম, মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবিএম কামাল উদ্দীন, উপজেলা ওয়ার্কার্স পাটির সভাপতি আবু জাহিদ মোঃ ইবনুল ইকরাম জুয়েল প্রমূখ।
উল্লেখ্য, মোবারক আলী পীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও কোষারানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। মোবারক আলীর মৃত্যুর পর ২০০৩ সালে তাঁর সন্তানেরা মোবারক আলী নামে চ্যারিটেবল ট্রাষ্ট গঠন করে । তখন থেকে এ ট্রাষ্টের উদ্যোগে চক্ষু চিকিৎসা সহ বিভিন্ন জনকল্যাণকর কাজ করে আসছিলেন। চলতি বছরের ১ জানুয়ারী এ ট্রাষ্টের উদ্যোগে মোবারক আলী চক্ষু হাসপাতাল স্থাপনের কার্যক্রম শুরু হয়।