মোঃ রাজিব, শরীয়তপুর: পদ্মা সেতুর মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তের মাঝ নদীতে ১০ ও ১১ নম্বর পিলারের ওপর বসানো হলো ৩৯ তম ‘টু-ডি’ স্প্যানটি। এই স্প্যানটি বসানোর ফলে আরেক ধাপ এগিয়ে গেল পদ্মা সেতু। ৬ দশমিক ১৫ কিলোমিটার সেতুর দৃশ্যমান হলো ৫ দশমিক ৮৫ কিলোমিটার। শুক্রবার (২৭ নভেম্বর) দুপুর ১২ টা ২০ মিনিটে ৩৯ তম স্প্যান বসানোর কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আব্দুল কাদের।
এর আগে পদ্মা সেতু নির্মাণ প্রকল্পের মূল সেতুর কাজে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান। চায়না রেলওয়ে মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং গ্রুপ অফ লিমিটেড ৩৯ তম স্প্যান বসানোর লক্ষ্যে সকাল নয়টার দিকে কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে নির্ধারিত পিলারের কাছে আনার জন্য কাজ শুরু করে। কুয়াশা ও আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকায় নির্ধারিত সময়ের মধ্যেই স্প্যানটি বসানো হয়।
বহুমুখী পদ্মা সেতুর মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তের মাঝ নদীতে ১০ ও ১১ নম্বর পিলারের ওপর বসানো হলো ৩৯ তম স্প্যান। এদিকে ৩৯ তম স্প্যান বসার ফলে এখন সেতুতে স্প্যান বসানো বাকি থাকল আর দুটি। একই সাথে এই মাসে বসলো চারটি স্প্যান। ২ ডিসেম্বর ১১ ও ১২ নম্বর পিলারে ৪০তম স্প্যান (স্প্যান ২-ই) বসানোর পরিকল্পনা আছে প্রকৌশলীদের। বিজয় দিবসের আগেই মাওয়া প্রান্তে ৪১তম স্প্যানটি বসার কথা রয়েছে।
২০১৪ সালের ডিসেম্বরে শুরু হয়েছিল স্বপ্নের পদ্মাসেতুর নির্মাণ কাজ। মূল সেতু নির্মাণের জন্য কাজ করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি (এমবিইসি) ও নদীশাসনের কাজ করছে দেশটির আরেকটি প্রতিষ্ঠান সিনো হাইড্রো করপোরেশন।
উল্লেখ্য, দীর্ঘ চার মাস পর গত মাসের ১১ অক্টোবর ৩২ তম, ১৯ অক্টোবর ৩৩ তম, ২৫ অক্টোবর ৩৪ তম, ৩১ অক্টোবর ৩৫ স্প্যান এবং ৬ নভেম্বর ৩৬ তম, ১২ নভেম্বর ৩৭ তম, ২১ নভেম্বর ৩৮ তম স্প্যান বসানো হয়েছে।