সরকার রাজীব,নিজস্ব প্রতিনিধি:সম্প্রতি কোভিড ১৯ এর কারনে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে লকডাউন করা হয়েছে। মহামারী করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশনা থাকলেও তা মানছে না অনেকেই।
গত (১৬ এপ্রিল) বিটিসিএল এ কর্মরত পরিছন্নকর্মী মোঃ আতাউর সন্দেহজনক কোভিড ১৯ এ মারা যান। এরপর থেকে রাজধানীর কড়াইল বিটিসিএল কলোনী ও কড়াইল বস্তি এবং আশেপাশের এলাকাগুলো লকডাউন করা হয়েছে।
কিন্তু অনেকেই আইন অমান্য করে সামাজিক দূরত্ব বজায় না রেখে বাহিরে চলাচল করছে। তাই কড়াইল বিটিসিএল কলোনীতে আবারও আনসার বাহিনী মোতায়ন করা হয়েছে। তারা কড়াইল বিটিসিএল কলোনীর সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেন। শুধু কিছু ফার্মেসি খোলা রাখতে দেখা যায়।এ বিষয়ে আনসার বাহিনীর একজন সদস্য মোঃ সোহান জানান, বনানী থানা পুলিশের নির্দেশনা অনুযায়ী তারা দায়িত্ব পালন করছেন। তিনি জানান অনির্দিষ্টকালের জন্য কড়াইলে লক ডাউন ঘোষণা করা হয়েছে। কোভিড ১৯ এর পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ফার্মেসি ব্যতীত সকল দোকানপাঠ বন্ধ থাকবে।