আলীরেজা রাজু, যশোর প্রতিনিধিঃ যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব, মুহাম্মদ আশরাফ হোসেন, পিপিএম মহোদয়ের নির্দেশক্রমে ইং-৩০/১১/২০২০তারিখ ১৬.৩০ ঘটিকায় জনাব সোমেন দাশ, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা,(ডিবি) যশোর এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (নিঃ)/ মোঃ মাসুম কাজী সংগীয় এসআই (নিঃ)/ চন্দ্র কান্তগাইন, এসআই(নিঃ)/ মোঃ ইব্রাহিম হোসেন, এএসআই(নিঃ)/ এসএম এরশাদ হোসেন সহ জেলা গোয়েন্দা শাখার, (ডিবি) একটি চৌকস টিম শার্শা থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে শিবচন্দ্রপুর গ্রামস্থ ওয়াব দারখাল সংলগ্ন মসজিদের সামনে পাঁকা রাস্তার উপর হতে আসামী মোঃ নুর হোসেন (২৭) এবং নাজিম (৩২) দ্বয়কে গ্রেফতার পূর্বক তাদের দখল হতে ০৩ (তিন) কেজি মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করে।
এ সংক্রান্তে শার্শা থানায় একটি মামলা রুজু হয়।