সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের লাইভে বিভিন্ন সামাজিক অসুবিধা-অসঙ্গতি তুলে ধরে আলোচনায় আসা সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন এবার প্রবাসীদের অভিযোগ নিষ্পত্তির জন্য পৃথক আদালত করার দাবি জানিয়েছেন।
শুক্রবার (০৪ ডিসেম্বর) সিলেটের পুলিশ সুপারের কার্যালয় থেকে দেয়া এক লাইভ ভিডিওতে প্রধানমন্ত্রীর কাছে প্রবাসীদের জন্য আলাদা আদালত করার জন্য প্রধানমন্ত্রীর কাছে দাবি জানান ব্যারিস্টার সুমন।
প্রস্তাবিত বিশেষ আদালতে শুধুমাত্র দেশের বাইরে অবস্থানকারী প্রবাসীদের অভিযোগের বিষয়গুলো নিষ্পত্তির জন্য বলেন তিনি।
লাইভ ভিডিওতে ব্যারিস্টার সুমন বলেন, ‘প্রবাসীদের জন্য আলাদা আদালত চাই, আলাদা কোর্ট চাই। কারণ হলো তারাই সবচেয়ে বেশি রেমিটেন্স পাঠায় বাংলাদেশে। প্রবাসীদের অবদানের কথা কেউ অস্বীকার করেন না। সব রাজনৈতিক দলই প্রবাসীদের অবদানের কথা স্বীকার করেন। কিন্তু প্রবাসীরা সবচেয়ে বেশি হয়রানির শিকার হন বিমানবন্দরে। এরপরে প্রবাসীদের জায়গা জমি ও বিভিন্ন সমস্যা নিয়ে আদালতে যেতে হয়। পুলিশ চাইলেও আইনের কারণে তাদের সঠিকভাবে সহযোগিতা করতে পারেন না।’
তিনি আরও বলেন, ‘প্রবাসীদের সমস্যা সমাধানের জন্য আলাদা সেল তৈরি করা হয়েছে। বলা হয়েছে প্রায়োরিটি দিয়ে তাদের সমস্যার সমাধান করা হবে। পুলিশ আইনগত কারণে প্রবাসীদের সেভাবে সেবা দিতে পারে না। তাই এখন সময়ের দাবি প্রবাসীদের জন্য একটি আলাদা আদালত গঠন করা।’
ভিডিওর একপর্যায়ে সিলেটের পুলিশ সুপার (এসপি) প্রবাসীদের সেবাদানের ক্ষেত্রে বিভিন্ন অসঙ্গতি তুলে ধরেন। তিনিও পুলিশের পক্ষ থেকে প্রবাসীদের জন্য আলাদা আদালতের দাবি তোলেন।
এ সময় ব্যারিস্টার সুমন বলেন, ‘আমি মাননীয় পররাষ্ট্রমন্ত্রীরও দৃষ্টি আকর্ষণ করছি সিলেটসহ দেশের বিভিন্ন এলাকার প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতাস্বরূপ হলেও নতুন একটি সিস্টেমের মধ্যে দিয়ে তাদের সমস্যার সমাধান হোক।’