দেশে প্রতি ১০ লাখ জনসংখ্যায় করোনাভাইরাসের নমুনা পরীক্ষায় শনাক্তকৃত রোগী, মৃত্যু ও সুস্থ রোগীর সংখ্যা আগের তুলনায় বেড়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যানুসারে, বর্তমানে দেশের মোট জনসংখ্যা ১৭ কোটি তিন লাখ ছয় হাজার ৪৬৮ জন। সে হিসাবে প্রতি ১০ লাখে দুই হাজার ৯১৮ দশমিক ১২ জন করোনায় আক্রান্ত, দুই হাজার ৫৩৪ দশমিক ২০ জন সুস্থ ও ৪২ দশমিক ২৩ জন রোগীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৪০টি ল্যাবরেটরিতে ১২ হাজার ৭৭৬টি নমুনা সংগ্রহ ও ১৩ হাজার ১৯১টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৩০ লাখ ৩৫ হাজার ৭২৮টি।
এই সময়ে করোনায় আরও ৩৬ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ২৭ জন পুরুষ ও ৯ জন নারী। সবাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল সাত হাজার ১৯২ জনে।
এ সময় করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও এক হাজার ১৩৪ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল চার লাখ ৯৬ হাজার ৯৭৫ জনে।
রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন দুই হাজার ২৩৯ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন চার লাখ ৩১ হাজার ৫৯০ জন।