নিজস্ব প্রতিবেদক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তল্লাশি করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের লাইফ জ্যাকেটের বাপ থেকে ২২টি স্বর্ণের বার জব্দ করা হয়েছে। সোমবার এসব জব্দ করে কাস্টমস শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
কর্মকর্তারা জানান, বিমানবন্দরে স্বর্ণ চোরাচালানের একটি তথ্য পান সংস্থাটির মহাপরিচালক। বিষয়টি বিমানবন্দরে দায়িত্বরত কাস্টমস গোয়েন্দাদের জানানো হয়। পরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৪৮ ফ্লাইটে তল্লাশি করে লাইফ জ্যাকেটের বাপ থেকে ২২টি স্বর্ণবার জব্দ করা হয়। তবে ঘটনার সঙ্গে কাউকে শনাক্ত করা যায়নি।
সংশ্নিষ্ট বিমানবন্দর সূত্রে জানা গেছে, সোমবার দুবাই থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের বিজি-৪৮ ফ্লাইটটি সকাল ৭টায় বিমানবন্দরে অবতরণ করে। এসময় প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশনায় যাত্রীরা নামার পর ওই ফ্লাইটে তল্লাশি চালানো হয়।
এ ব্যাপারে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মাদ ইফতেখারুল ইসলাম জানান, বিমানের সিটের নিচে সুকৌশলে লুকিয়ে রাখা লাইফ জ্যাকেটের বাপের ভেতর থেকে উদ্ধার করা হয় ২২টি স্বর্ণবার। যার ওজন ২ দশমিক ৫৫২ কেজি। বর্তমান বাজার মূল্য প্রায় এক কোটি ৯১ লাখ ৪০ হাজার টাকা। এ ঘটনায় একটি বিভাগীয় মামলা করা হয়েছে।