সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির অনুরোধে ওকালতনামা সংক্রান্ত প্রতারণা ঠেকাতে অভিনব নিয়ম চালু করেছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের প্রশাসন।
নতুন নিয়ম অনুযায়ী সুপ্রিম কোর্টে মামলা এন্ট্রি করার সময় ফাইলিং অ্যাডভোকেট এবং স্বাক্ষর করা অ্যাডভোকেটের নাম ও আইডির সঙ্গে আইনজীবী সমিতির স্টিকারে উল্লেখিত আইডি মিলিয়ে দেখা শুরু হয়েছে।
পাশাপাশি ওকালতনামায় সংযুক্ত আইনজীবী সমিতির স্টিকারে ‘ক্যান্সেল’ (Cancel) সিল দিয়ে স্টিকারটি পাঞ্চ করে দেয়া হচ্ছে। এতে করে দেশের সর্বোচ্চ আদালতের আইনজীবীদের সংগঠন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি বিপুল পরিমাণ আর্থিক ক্ষতি থেকে রক্ষা পাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
২০২০ সালের শেষ দিকে সুপ্রিম কোর্টের ফাইলিং সেকশন থেকে মামলা এন্ট্রি করার পর পিটিশন থেকে কে বা কারা বারের স্টিকারসহ ওকালতনামা চুরি করে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে এবং সেগুলো ভিন্ন মামলায় ব্যবহৃত হচ্ছিল। এতে করে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বিপুল পরিমাণ আর্থিক ক্ষতি হয়।
এমতাবস্থায় ওই চুরি রোধের জন্য সমিতির সম্পাদক ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস (কাজল) গত ২৭ ডিসেম্বর সংশ্লিষ্ট রেজিস্ট্রার জেনারেল বরাবর মামলা এন্ট্রির সময় ফাইলিং অ্যাডভোকেট ও স্বাক্ষর করা অ্যাডভোকেট নাম ও আইডির সঙ্গে বারের স্টিকারে উল্লেখিত আইডি মিলিয়ে দেখা এবং এন্ট্রির পরবর্তীতে ওকালতনামায় সংযুক্ত বারের স্টিকারে ‘ক্যান্সেল’ সিল বসিয়ে স্টিকারটি পাঞ্চ করার অনুরোধ জানান।
সমিতির অনুরোধে সাড়া দিয়ে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নির্দেশনায় ইতোমধ্যে পাঞ্চিং মেশিন দিয়ে ওকালতনামা ‘ক্যান্সেল’ শুরু হয়েছে বলে জানা গেছে।