সেলিম সানোয়ার পলাশ, রাজশাহীঃ করোনা পরিস্থিতির কারণে সরকারের সাধারণ ক্ষমায় প্রথম ধাপে ৩৩জন কয়েদী রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেতে যাচ্ছেন । সরকার নির্ধারিত শর্ত পুরণ করা কয়েদীদেরই মুক্তি দেয়া হবে বলে নিশ্চিত করেছেন রাজশাহী কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ। তিনি আরো জানাই, পরবর্তি ধাপে আরো কয়েদীদের মুক্তি দেয়া হতে পারে ।
সূত্র মতে, সরকারি সিদ্ধান্ত মোতাবেক করোনা পরিস্থিতির কারণে বাংলাদেশের সবকটি জেলখানা থেকে মোট ২ হাজার ৮৮৪ জন কয়েদীকে পর্যায়ক্রমে মুক্তি দেয়া হবে। তবে সরকারের দেয়া নির্দিষ্ট শর্তের মধ্যে যে সকল কয়েদী পরবেন কেবল তারাই মুক্তি পাবেন।
সরকারের দেয়া শর্তের মধ্যে রয়েছে, যে কোন অপরাধে আদালতের মাধ্যমে এক বছরের সাজাপ্রাপ্ত কয়েদী হতে হবে। একই সাথে তার সাজার খাটার মেয়াদ অন্তত ৬ মাস পার হয়েছে ও জরিমানা থাকলে তা আদায় হয়েছে, কেবলমাত্র এমন কয়েদীরাই সরকারের ক্ষমার মধ্যে পড়বেন ও মুক্তি পাবেন।
রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার গিয়াস উদ্দিন জানান, সরকারের নির্ধারিত শর্তের মধ্যে যেসকল কয়েদী পরবে কেবলমাত্র তারাই এই মুক্তি পাবে। এর জন্য কারাকর্তৃপক্ষের তরফ থেকে কয়েদীদের নামের আলাদা কোন তালিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বা সরকারের কাছে পাঠান হয়নি। সরকারের শর্ত অনুসারে প্রথম ধামে ৩৩ জন কয়েদীকে রাজশাহীর কারাগার থেকে মুক্তি দেয়ার প্রস্তুতি চলছে। শর্ত পুরণের মাধ্যমে পর্যায়ক্রমে আরো কয়েদী মুক্তি পেতে পারেন।