গত এক সপ্তাহে দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুহার প্রায় ২৭ শতাংশ কমেছে। এ সময় নতুন রোগী শনাক্ত ও নমুনা পরীক্ষাও কমেছে। তবে বেড়েছে সুস্থতার হার। চলতি বছরের চতুর্থ এপিডেমিওলজিক্যাল সপ্তাহের (২৪ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি) তুলনায় পঞ্চম এপিডেমিওলজিক্যাল সপ্তাহে (৩১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি) তুলনামূলক পরিসংখ্যানে এ পরিবর্তন দেখা যায়।
শনিবার (৬ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চতুর্থ এপিডেমিওলজিক্যাল সপ্তাহে ৯৮ হাজার ১০৮টি নমুনা পরীক্ষা করা হয়। এ সময়ে ৩ হাজার ৪৪৪ জন শনাক্ত, ৩ হাজার ৩৯৮ জন সুস্থ ও ১০৮ জনের মৃত্যু হয়।
পঞ্চম এপিডেমিওলজিক্যাল সপ্তাহে ৯৭ হাজার ১১১টি নমুনা পরীক্ষা করা হয়। এ সময়ে ৩ হাজার জন নতুন রোগী শনাক্ত, ৩ হাজার ৫৪৪ জন সুস্থ ও ৭৯ জনের মৃত্যু হয়।