1. abrajib1980@gmail.com : মো: আবুল বাশার রাজীব : মো: আবুল বাশার রাজীব
  2. abrajib1980@yahoo.com : মো: আবুল বাশার : মো: আবুল বাশার
  3. farhana.boby87@icloud.com : Farhana Boby : Farhana Boby
  4. mdforhad121212@yahoo.com : মোহাম্মদ ফরহাদ : মোহাম্মদ ফরহাদ
  5. shanto.hasan000@gmail.com : রাকিবুল হাসান শান্ত : রাকিবুল হাসান শান্ত
  6. masum.shikder@icloud.com : Masum Shikder : Masum Shikder
  7. shikder81@gmail.com : Masum shikder : Masum Shikder
  8. riyadabc@gmail.com : Muhibul Haque :

মেক্সিকোতে গাঁজা বৈধকরণে বড় অগ্রগতি

  • Update Time : বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১
  • ১৯১ Time View

মেক্সিকোর সংসদের নিম্ন কক্ষ একটি বিলের অনুমোদন দিয়েছে যার মাধ্যমে গাঁজার বিনোদনমূলক ব্যবহার বৈধতা পেতে পারে। বিলটি এরপর চূড়ান্ত ভোটের জন্য সিনেটে যাবে। দেশটির প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদরের দলের বিশ্বাস, বিলটি সিনেটেও পাস হবে।

বিলটি পাস হলে মেক্সিকো হবে বিশ্বে গাঁজার সবচেয়ে বড় বৈধ বাজার। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে লড়াইয়ের রক্তক্ষয়ী ইতিহাস রয়েছে মেক্সিকোর। প্রতিবছর দেশটিতে হাজারেরও বেশি মানুষ মাদক সংক্রান্ত সহিংসতায় মারা যায়।

নিম্ন কক্ষে ৩১৬ জন আইনপ্রণেতা বিলটির পক্ষে দিয়েছেন, বিপক্ষে ভোট পড়েছে ১২৯টি। বিলটি গত নভেম্বরেও সিনেটে অনুমোদন পেয়েছিল, কিন্তু এতে কিছু পরিবর্তন আনার কারণে আরও একবার ভোটাভুটি দরকার হবে।

বৈধতা পেলে কোনো ব্যক্তিকে সর্বোচ্চ ২৮ গ্রাম পর্যন্ত গাঁজা পরিবহনের অনুমতি দেয়া হবে। এছাড়া বাড়িতে সর্বোচ্চ আটটি পর্যন্ত গাঁজার গাছ রোপন করা যাবে। বর্তমানে মেক্সিকোতে ৫ গ্রামের বেশি গাঁজা পরিবহন নিষিদ্ধ।

বিলটি পাস হলে গাঁজা চাষ, রূপান্তর, গবেষণা, আমদানি ও রফতানির জন্যও লাইসেন্সের মাধ্যমে অনুমোদনের ব্যবস্থা করা হবে।

প্রেসিডেন্ট লোপেজ ওব্রাদর মনে করেন, এই বিল অনুমোদন পেলে তা মেক্সিকোর শক্তিশালী মাদক কারবারিদের দমনে সহায়তা করবে।

ক্ষমতাসীন মোরেনা পার্টির এক আইনপ্রণেতা বলেন, এটি শান্তি প্রতিষ্ঠায় সহায়তা করবে।

তবে সমালোচকরা বলছেন, এই বিলের কারণে শিশুদের কাছে গাঁজা আরও সহজলভ্য হতে পারে। আবার কেউ কেউ তর্ক করছেন, মেক্সিকানরা যত ইচ্ছা মদ কিনতে পারলেও কেন আটটির বেশি গাঁজা গাছ লাগালে বিচারের সম্মুখীন হবেন।

বিলটি অনুমোদন পেলে উরুগুয়ে ও কানাডার পর মেক্সিকো হবে তৃতীয় দেশ যারা গাঁজার বিনোদনমূলক ব্যবহারের বৈধতা দেবে।

বৈধতা পেলে কানাডা ও ক্যালিফোর্নিয়ার কয়েকটি কোম্পানি মেক্সিকোর গাঁজার বাজারে প্রবেশের আগ্রহ প্রকাশ করেছে।

সূত্র : বিবিসি

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো নিউজ দেখুন..