নিজেদের কোচিং প্যানেলে নতুন সদস্য অন্তর্ভুক্ত করল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল পাঞ্জাব কিংস। অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার ড্যামিয়েন রাইটকে বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে পাঞ্জাব।
৪৫ বছর বয়সী রাইট ২০১৭ সালের মে মাসে হেড কোচ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের। পরে তার অধীনেই ২০১৮ সালের যুব বিশ্বকাপ খেলেছে সাইফ হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশ দল।
এর বাইরে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশের দল হোবার্ট হারিকেনস এবং মেলবোর্ন স্টারসের কোচিংয়ের অভিজ্ঞতা রয়েছে তার। নিউজিল্যান্ড জাতীয় দলের বোলিং কোচ হিসেবেও কাজ করেছেন রাইট।
Wright has come to the right place
Another Aussie on-board! #SaddaPunjab #PunjabKings pic.twitter.com/W4rSjP25VU
— Punjab Kings (@PunjabKingsIPL) March 12, 2021
আইপিএলের আসন্ন মৌসুমে তিনি পাঞ্জাব কিংসের বোলিং কোচ হিসেবে চার্ল ল্যাঙ্গাভেল্টের স্থলাভিষিক্ত হবেন। পাঞ্জাবের কোচিং প্যানেলে আরও রয়েছেন অনিল কুম্বলে (হেড কোচ), অ্যান্ডি ফ্লাওয়ার (সহকারী কোচ), ওয়াসিম জাফর (ব্যাটিং কোচ) এবং জন্টি রোডস (ফিল্ডিং কোচ)।
আগামী ১২ এপ্রিল রাজস্থান রয়্যালসের বিপক্ষে মুম্বাইয়ের মাঠে নিজেদের প্রথম ম্যাচ খেলবে পাঞ্জাব কিংস। মুম্বাইয়ে তারা খেলবে ৩ ম্যাচ। এরপর আহমেদাবাদে ২, চেন্নাইয়ে ৪ এবং ব্যাঙ্গালুরুতে ৫ ম্যাচ খেলবে লোকেশ রাহুলের দল।