দৈনিক প্রত্যয় ডেস্কঃ মুন্সীগঞ্জে নতুন করে এক চিকিৎসক ও এক পুলিশ ইন্সপেক্টর,২ জন এসআই, ১ জন হাইওয়ে পুলিশের কনষ্টেবলসহ আরও ৩২ জনের করোনা সনাক্ত হয়েছে। এই নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত সংখ্যা দাঁড়ালো ২৪৩ জনে। এ পর্যন্ত জেলায় করোনায় মারা গেছে ৮ জন। জেলায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৪ জন।
আজ শুক্রবার নতুন করে আক্রান্ত ৩২ জনের মধ্যে সদর উপজেলায় চিকিৎসকসহ ৬জন, শ্রীনগর উপজেলায় ১২ জন, সিরাজদিখান উপজেলায় ৬ জন, লৌহজং উপজেলায় উপজেলায় ৬ জন এবং গজারিয়া উপজেলায় ২ জন করোনা আক্রান্ত হয়েছে।
মুন্সীগঞ্জে (৫ ও ৬ মে) পাঠানো ১৬২ সোয়াবের রিপোর্টের মধ্যে ৩৪ জনের করোনা পজেটিভ আসছে। এর মধ্যে দু’জনের ফলোআপে পজেটিভ। এদের একজন সদরের কেওয়ার গ্রামের নারী এবং অপরজন গজারিয়া উপজেলার।
মুন্সীগঞ্জের সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আজ শুক্রবার সকালে নতুন করে আরও ১৬৪টি সোয়াব পাঠানো হয়েছে নিপসম-এ। এ পর্যন্ত মুন্সীগঞ্জ জেলার ১৪১৫টি নমুনা ঢাকায় পরীক্ষার জন্য পাঠানো হলো। যার মধ্যে ১১৩৬ টি নমুনার রিপোর্ট এসেছে।
তিনি আরও বলেন, মুন্সীগঞ্জ জেলায় শনাক্ত হওয়া ২৪৩ জনের মধ্যে মুন্সীগঞ্জ সদর উপজেলায় ৯৭, সিরাজদিখান উপজেলায় ৫০, শ্রীনগরে ৩৬, লৌহজং উপজেলায় ২৬, টঙ্গীবাড়ি উপজেলায় ১২ এবং গজারিয়ায় ২১ জন রয়েছে।
ডিপিআর/ জাহিরুল মিলন