অবহেলিত ….দেখার কেউ নাই…. প্রিয় বিদ্যাপিঠ “লালাবাজার স্কুল এন্ড কলেজ” প্রতিবেদন শৈশবের সোনালী রঙীন দিনগুলো এবং গুরুশিক্ষা যেখানে অর্জন করেছি এবং যেখানে রয়েছে অতীতের হাজারো সৃতি ও সহপাঠিদের সেই হৈ চৈ আর দুস্টামি। ১৯৯১সাল থেকে ১৯৯৫সনে এসএসসি পাশ করি এই বিদ্যালয় থেকে। বিদ্যালয়টি প্রতিস্টিত হয়েছিল ১৯১৫ ইংরেজীতে।এই বিদ্যালয়ে পড়া লেখা করে গড়ে উঠেছেন শত শত গুনিজন ।কিন্তু এই প্রাচীনতম বিদ্যাপিঠটি এখনো পড়ে আছে সেই তার শত বছরের পূর্বের অতীতের রুপে ।
পুরাতন দেয়াল গুলো পড়ে আছে অযত্নে আর পুরনো টিনগুলো মরিচিকায় জং ধরে শুয়ে আছে তাদের অন্তিম নিদ্রায় । শুধু মাত্র শুভ দৃস্টি ও যোগ্য নেতৃত্বের অভাবে এই করুনদশা থেকে রঙীন রুপে রুপান্তরিত হওয়ার সুযোগ পাচ্ছেনা স্কুলটি। আমরা জানি ;মায়ের জায়গায় মাসিকে দিলে যেমন সন্তান আসল বা প্রকৃত স্নেহ মমতা পায়না।টিক তেমনি যোগ্য বা এই স্কুলের পড়া লেখা করা ব্যক্তি ছাড়া এর আসল কদর/উন্নয়ন টিকমত হবেনা। ( চলবে )