করোভাইরাস ঠেকাতে দুই সপ্তাহের জন্য দেশজুড়ে কঠোর লকডাউন আরোপের পরামর্শ দিয়েছেন জার্মানির ডাক্তাররা৷
প্রত্যয় ইউরোপ ডেস্ক :
দেশটির ইনটেনসিভ কেয়ার ইউনিটের ডাক্তাররা বলছেন বর্তমান পরিস্থিতি ঠেকাতে এবং হাসপাতালে রোগীর চাপ কমাতে দুই সপ্তাহের জন্য কড়া লকডাউন আরোপ করা প্রয়োজন৷
করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ শেষ হয়ে দেশটি তৃতীয় ঢেউয়ের মুখে পড়েছে৷ গত সপ্তাহে দেশটিতে করোনা আক্রান্তের মোট সংখ্যা ছিল এক লাখ৷ আক্রান্তের এ সংখ্যা চলতি বছরের মধ্য জানুয়ারির পর থেকে সর্বোচ্চ বলে জানিয়েছে জার্মানির রবার্ট কখ ইনস্টিটিউট৷ এমন পরিস্থিতিতে ডাক্তাররা হাসপাতালে করোনায় আক্রান্ত রোগীরা চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন৷
এই মুহূর্তে কঠোর লকডাউন, টিকাপ্রদান এবং করোনা টেস্টসহ একটি সমন্বিত চেষ্টা প্রয়োজন৷ তা না হলে হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটগুলো চাপ সামলাতে পারবে না বলে মনে করেন জার্মান ইন্টারডিসিপ্লিনারি এসোসিয়েশন ফর ইনটেনসিভ কেয়ার আ্যান্ড ইমার্জেন্সি মেডিসেনের প্রধান ক্রিশ্চিয়ান কারাইয়ানিভিস৷ ডাক্তারদের আশঙ্কা করোনার তৃতীয় ঢেউ আরো ভয়াবহ হতে পারে৷
আরও পড়ুন : ব্রিটেনের ওপর নিষেধাজ্ঞা দিল চীন
পরিস্থিতি মোকাবেলায় কঠোর লকডাউনের ঘোষণা দিয়েছিল আঙ্গেলা ম্যার্কেল সরকার৷ ইস্টারের ছুটির সময়ে অর্থাৎ ১ এপ্রিল থেকে ৫ এপ্রিল পর্যন্ত কঠোর লকডাউনের পরিকল্পনা করা হয়েছিল৷ কিন্তু জনগণের চাপের মুখে এমন সিদ্ধান্ত থেকে সরে আসে সরকার৷
এদিকে প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে পরিস্থিতি আগামী কয়েক সপ্তাহের মধ্যে আরো ভয়াবহ হতে পারে বলে সতর্ক করেছেন চ্যান্সেলর ম্যার্কেলের চিফ অব স্টাফ হেলগে ব্রাউন৷
তিনি বলেন, এ মুহূর্তে যদি সংক্রমণ কমিয়ে আনা না যায় তাহলে ভাইরাসটির নতুন মিউটেশন হবে যা ভ্যাকসিনেও কার্যকর হবে না৷
আরআর/এআই (ডিপিএ, এএফপি)/সূত্র : ডয়েচে ভেলে।
আরও পড়ুন : মরুভূমির দেশ সৌদি আরবে ৩১ মার্চ থেকে হাই স্পীড ট্রেন চালু হচ্ছে