প্রত্যয় ইউরোপ ডেস্ক :
ইয়েমেন ও লিবিয়ায় যুদ্ধে জড়িত মধ্যপ্রাচ্যের দেশগুলোর কাছে ২০২০ সালে বড় অঙ্কের অস্ত্র বিক্রি করেছে জার্মানি৷ এইসব যুদ্ধে মারা গেছেন কয়েক লাখ মানুষ৷
২০২০ সালে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ১১৬ কোটি ইউরো বা ১৪১ কোটি ডলারের অস্ত্র রপ্তানির অনুমোদন দিয়েছে জার্মান সরকার৷ এই দেশগুলো ইয়েমেন আর লিবিয়ায় প্রাণঘাতী যুদ্ধে জড়িত ছিল৷ জার্মানির অর্থ মন্ত্রণালয় দেশটির গ্রিন পার্টির এক সদস্যের আবেদনের প্রেক্ষিতে সংসদের নিম্নকক্ষে এই তথ্য জানিয়েছে৷
বিশ্বে অস্ত্র বাণিজ্যে জার্মানির অবস্থান পঞ্চম৷ স্টকহম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট (সিপ্রি) এর তথ্য অনুযায়ী, এই তালিকার প্রথম চারে আছে যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স ও চীন৷ ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত এই দেশগুলো অস্ত্র রপ্তানির ৭৬ ভাগ সরবরাহ করেছে৷ সূত্র : ডয়েচে ভেলে।
আরও পড়ুন : জার্মানিতে দু-সপ্তাহের কড়া লকডাউন চায় ডাক্তাররা