মোঃসোলেমান হোসেন,রংপুর প্রতিনিধিঃ
আজ ৯ এপ্রিল ( শুক্রবার) রংপুর জেলার কাউনিয়া উপজেলার হারাগাছে নবম শ্রেনির এক স্কুল ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে আরশ মিয়া নামে দশম শ্রেণির এক স্কুল ছাত্রের অপহরণের অভিযোগে পুলিশ তাকে গ্রেফতার করে।এমনকি অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়।
রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম অপহৃত স্কুলছাত্রী উদ্ধার ও গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উক্ত বিষয়ে গত ৮ এপ্রিল বৃৃহস্পতিবার রাতে অপহৃত মেয়েটির পিতা বাদী হয়ে দশম শ্রেণির ছাত্র আরশ মিয়ার নামে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছেন।
হারাগাছ থানার এসআই জোতিষ চন্দ্র বর্মণ জানান, এই যুবক নবম শ্রেণির এক ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্যক্ত করতেন। এ বিষয়ে মেয়ের পরিবার তার পরিবারের কাছে অভিযোগ দিলেও কোনো ব্যবস্থা গ্রহণ করেননি।
তিনি আরো জানান, গত ৮ এপ্রিল বৃহস্পতিবার ছেলেটির বাড়িতে কেউ না থাকায়। সরলতার সুযোগ নিয়ে আরশ স্কুল ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে অপহরন করে। এতে স্কুল ছাত্রীকে বাসায় না পেয়ে অনেক খোজা খোজির পর জানা যায় যে আরশ তাকে নিজ বাসায় নিয়ে অপহরণ করেছেন।
এই বিষয়ে থানায় অভিযোগ দায়ের করা হলে পুলিশ অভিযান চালিয়ে আরশের নিজ বাড়ি থেকে স্কুল ছাত্রীকে উদ্ধার করে আরশকে আটক করা হয়।
স্কুলছাত্র আরশের পরিবার জানায়, মেয়েটি অপহরন হয়নি। মেয়েটি ও আরশ একই স্কুলে পড়াশুনা করে তারা প্রেমের সম্পর্কে জড়িয়ে গেলে দুজনেই নিজ ইচ্ছায় নোটারী পাবলিকের মাধ্যমে বিয়েও করেছে।
এসআই জোতিষ চন্দ্র বর্মণ জানান , গ্রেফতারকৃত আরশকে শুক্রবার আদালতে পাঠানো হয়েছে।এমনকি স্কুল ছাত্রীর সকল প্রকার জবানবন্দি রেকর্ডের জন্য বিচারকের কাছে হাজির করা হবে। তাছাড়াও মেডিকেল পরীক্ষার মাধ্যমে প্রতিবেদন গ্রহন করে পরবর্তী সকল ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন : ১৪ এপ্রিল থেকে এক সপ্তাহের কঠোর লকডাউন