তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ‘কৃষির উন্নয়নে বর্তমান সরকার নানারকম উৎপাদনমুখী পদক্ষেপ গ্রহণ করায় দেশে খাদ্য ঘাটতি কমেছে। এতে আমদানি নির্ভরতা কমে দেশ ফসলে স্বয়ংসম্পূর্ণ হয়েছে ও কৃষক ন্যায্যমূল্য পাচ্ছে। ভবিষ্যতেও দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ রাখতে দুই ফসলি জমিকে তিন ফসলি জমিতে রূপান্তরের জন্য মাঠ প্রশাসনকে কাজ করতে হবে।’
মঙ্গলবার (১৩ এপ্রিল) দুপুরে ২০২০-২১ অর্থবছরে কৃষি প্রণোদনার আওতায় সিংড়া উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রোপা আউশ ধানের বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।
পলক বলেন, ‘সরকার কৃষকদের সুবিধার্থে ৩০০টি এগ্রিকালচার ইনফরমেশন সেন্টার চালু করেছে। কৃষিতে প্রযুক্তির সমাবেশ নিশ্চিতে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়ের নির্দেশে ১০০টি গ্রামকে ডিজিটাল কৃষি গ্রাম হিসেবে রূপান্তর করা হবে।’
উপজেলা নির্বাহী অফিসার এমএম সামিরুল ইসলামের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য দেন- উপজেলা কৃষি অফিসার সেলিম রেজা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুল হাসান কামরান, মহিলা ভাইস চেয়ারম্যান শামিমা হক রোজি, উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা রুহুল আমিন, ডাহিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম আবুল কালাম প্রমুখ।