ডা. জসিম তালুকদার
ইনি হচ্ছেন উসমানি সাম্রাজ্যের সুলতান চতুর্থ মুরাদ। তিনি মাত্র ১১ বছর বয়সে সিংহাসনে আসীন হন। তাঁর শাসনামলে মদপান,ধূমপান নিষিদ্ধ করা হয়েছিল এবং সকল মুরতাদকে মৃত্যুদন্ড দেওয়া হয়েছিল। ১৬৩৪ খিষ্টাব্দে তার সঙ্গে শিয়া সাফাবিদের সাথে যুদ্ধ হয়। ১৬৩৮ খিষ্টাব্দে তিনি বাগদাদে ঢুকতে সক্ষম হন। বিশ হাজার শিয়াকে হত্যা করেন তিনি। তিনি সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করতেন এবং সৈন্যদের সাথে মিশে যেতেন। তিনি এতই নির্ভীক ছিলেন যে, অনেক সময় যুদ্ধ চলাকালে ঘোড়ার পিঠে ঘুমিয়ে পড়তেন। সিংহাসনের আরোহনের সময় রাষ্ট্রের কোষাগার শূন্য পেয়েছিলেন তিনি। মৃত্যুর সময় তিনি কোষাগার পূর্ণ করে রেখে যান। তাঁর শাসনামল ছিল ১৬ বছর ১১ মাস৷ মাত্র ২৭ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। এ মহান সুলতানের জীবনী পড়ে আমি নিজেই লজ্জিত হয়ে পড়েছি৷ আমাদের সমাজে ২৭ বছর বয়সে ছেলেরা বেকার, দায়িত্বহীন, উচ্ছৃঙ্খল, দ্বীনহারা, অবস্থায় থাকে।
অথচ এ মহান ব্যক্তি ১১ বছর বয়সে শাসন ভার কাঁধে নেন, এবং দূরদর্শিতা ও সাহসী পদক্ষেপের কারণে তাঁকে উসমানি সাম্রাজ্যের দ্বিতীয় প্রতিষ্ঠাতা বলা হয়।