বিশেষ সংবাদদাতা:পশ্চিমবাংলায় এখন করোনা পরীক্ষা অনেকটাই বেড়েছে। রাজ্যের স্বাস্থ্য ভবন সূত্রে এ খবর পাওয়া গিয়েছে। জানা গিয়েছে, রাজ্যে এখনও পর্যন্ত যত করোনা পরীক্ষা হয়েছে, তার মধ্যে সবচেয়ে বেশি পরীক্ষা হয়েছে গত সোমবার। ওই দিন মোট করোনা পরীক্ষা হয় ৫ হাজারেরও বেশি। স্বাস্থ্য ভবন জানিয়েছে, সোমবার মোট ৫ হাজার ২০৫ জনের নমুনা পরীক্ষা হয়। আর এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনা পরীক্ষা হয়েছে ৬২ হাজার ৮৩৭ জনের। এই তথ্য দেওয়ার পর স্বাস্থ্য ভবনের বিশ্লেষণ, প্রতি ১০ লক্ষ মানুষের মধ্যে ৫৮৫ জন করে মানুষের করোনা পরীক্ষা হয়েছে।
জানা গিয়েছে, রাজ্যে মোট করোনা সংক্রমিতের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত মানুষ রয়েছেন কলকাতা শহরে। এই শহরে এখন আক্রান্ত মানুষের সংখ্যা ১ হাজার ১৫৭ জন। হাওড়ায় করোনা আক্রান্ত ৫০৯ জন। আর রাজ্যে মোট করোনা সংক্রমিত ব্যক্তির সংখ্যা ২ হাজার ৩৭৭ জন। তবে এই মুহূর্তে করোনা সক্রিয় রয়েছে ১ হাজার ৩৯৪ জনের শরীরে। আর রাজ্যে এখনও পর্যন্ত ২১৫ জন করোনা সংক্রমিতের মৃত্যু হয়েছে। এ ছাড়া কো–মর্ডিটির কারণে মৃত্যু হয়েছে আরও ৭২ জনের। রাজ্যে শেষ ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৮৭ জন। মৃত্যু হয়েছে ৮ জনের। রাজ্যের মোট ১৮টি ল্যাবে করোনা পরীক্ষা করা হচ্ছে। স্বাস্থ্য ভবন জানিয়েছে, রাজ্যে মোট ৬৮টি কোভিড হাসপাতালে করোনা চিকিৎসা চলছে। এই হাসপাতালগুলিতে ৮ হাজার ৫৭০টি শয্যা রয়েছে। আইসিইউ বেড রয়েছে ৯০৭টি এবং ভেন্টিলেটরের সংখ্যা ৩৯২টি।
এ দিকে, করোনা পরিস্থিতির মোকাবিলায় রাজ্য সরকারের কাজ দেখতে দ্বিতীয় দফায় প্রতিনিধি দল পাঠিয়েছিল কেন্দ্র। সেই প্রতিনিধি দল রাজ্য সরকারকে প্রয়োজন অনুযায়ী করোনা মোকাবিলায় পরামর্শও দিতে পারে বলে জানা গিয়েছিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে। জানা গিয়েছে, বেলেঘাটার আইডি হাসপাতাল–সহ কলকাতার বেশ কয়েকটি হাসপাতাল ঘুরে দেখে ওই প্রতিনিধি দল। দেখে তারা সন্তোষ প্রকাশ করে। সে কথা রাজ্য সরকারকে চিঠি দিয়ে জানিয়েও দিয়েছে দলটি।