মো:ফরহাদ,চট্টগ্রাম(বিভাগীয় প্রতিনিধি): সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজের অনার্স ২০১৯-২০ সেশনের ইসলামের ইতিহাস বিভাগের শিক্ষার্থী রুমী আক্তার পঙ্গুত্বের হাত থেকে বাঁচতে সমাজের বিত্তবান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বড় ভাই-বোন,সহপাঠি, সম্মানিত শিক্ষকবৃন্দ ও প্রবাসী ভাই-বোনদের কাছে সহযোগিতা চেয়েছেন।
রুমির মা ছাবেকুন্নাহার এর সাথে কথা বলে জানা যায়, রুমি বর্তমানে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
২০১৯ সালে বাড়িতে কাজ করতে গিয়ে বাম পায়ের হাটুতে আঘাত পায় এবং লিগারমেন্ট ছিড়ে যায়। ডক্টরগণের ভাষ্যমতে যথাযথ চিকিৎসার অভাবে কোমড়ের বামপাশের মালাটাও ডিমেস হয়ে গেছে। পঙ্গু হাসপাতাল থেকে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে অতি দ্রুত অপারেশন করতে না পারলে স্থায়ীভাবে পঙ্গু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অপারেশন করাতে প্রায় দুই লক্ষ টাকা ব্যয় হবে যা দরিদ্র রুমির পরিবারের পক্ষে অসম্ভভ।তাই সকলের কাছে সহযোগিতা চেয়েছেন।
সাহায্য পাঠানোর ঠিকানা:
নামঃ রুমী আক্তার
(বর্তমানে মহসিন কলেজে ইসলামের ইতিহাসে অনার্সে অধ্যয়নরত)
পিতাঃ শওকত হোসেন
মাতাঃ ছাবেকুন্নাহার
ঠিকানাঃ পূর্ব গোয়াখালী, পেকুয়া।
রুমির বিকাশ নাম্বারঃ 01817914316 (পার্সোনাল)