মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৭ অপরাহ্ন
মায়দুল হোসেন মনোয়ার,সিলেট প্রতিনিধি:
করোনা ভাইরাস নিয়ে বাংলাদেশে এখন অনেক ঝুঁকির মধ্যে রয়েছে । দিন দিন বাংলাদেশের কারোনা ভাইরাসের রোগীর সংখ্যা সনাক্তের পরিমাণ বেড়েই চলেছে। আবার অনেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন এবং মৃত্যুর সংখ্যা দিন দিন বারছে।
এমতাবস্থায় আমি আপনাদের কাছে একজন সচেতন নাগরিক হিসেবে আপনাদের কাছে সবিনয় নিবেদন করছি,,যে আপনারা সকলে বাড়ির ভেতরে থাকে।
বাড়ি থেকে প্রয়োজন ছাড়া একদমই বের হবেন না ।
সকল প্রকারের স্বাস্থ্যবিধি মেনে চলুন। বাহির থেকে আসার পরে দুই হাত ২০ সেকেন্ড ভালোভাবে খার জাতীয় সাবান দিয়ে পরিষ্কার করুন।জামাকাপড় ব্লিচিং পাউডার দিয়ে ধুয়ে ফেলুন।হাঁচি কাশি আসলে নাক মুখ ঢেকে হাঁচি-কাশি দিবেন। যেখানে সেখানে থুথু ফেলবেন না ।
কোন ধরনের লক্ষণ-উপসর্গ অর্থাৎ (জ্বর সর্দি কাশি শ্বাসকষ্ট ) ইত্যাদি থাকলে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে অথবা iedcr যোগাযোগ করুন ।
করোনা পরিস্থিতির সার্বিক দিক বিবেচনা করে আপনারা সকলে বাড়ির ভেতরে অবস্থান করবেন। প্রয়োজন ছাড়া কেউ বাসা থেকে বের হবেন না এবং সকল স্বাস্থ্যবিধি মেনে চলবেন।
বিনীত
আপনাদের একজন ছোট বোন।।
ফাইজা রাফা
স্টাফ রিপোর্টাার ;সিল টিভি