মোঃতায়েফ তালুকদার ঃ সাবেক বাণিজ্যমন্ত্রী ও ভোলা সদর আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদের ব্যক্তিগত অর্থায়নে ভোলায় করোনা আক্রান্ত রোগীদের নমুনা সংগ্রহরে তিনটি বুথ স্থাপন করা হয়েছে।
শনিবার (১৫ মে) বেলা সাড়ে ১১টায় ভিডিও কনফারেন্সে ভোলা সদর, দৌলতখান ও বোরহানউদ্দিন হাসপাতালে এ ৩টি বুথ উদ্বোধন করেন।
এ সময় তোফায়েল আহমেদ বলেন, গরিব দরিদ্র মানুষের কোনো দল নেই। আমরা সিদ্ধান্ত দিয়েছি দলমত নির্বিশেষ সবাই যেন ত্রাণ পায়। প্রধানমন্ত্রী যে টাকা দিয়েছেন তার সঠিক তালিকা করতে হবে। ত্রাণ সহায়তা বিতরণে কোনো অনিয়ম মেনে নেয়া হবে না।
ভোলায় কোভিড ১৯ রোগীদের নমুনা সংগ্রহরে জন্য কোনো নিরাপদ বুথ ছিল না। রোগী ও স্বাস্থ্য কর্মীদের নিরাপত্তার জন্য ভোলা সদর, দৌলতখান ও বোরহানউদ্দিন হাসপাতাল চত্বরে তোফায়েল আহমেদ নিজ অর্থায়নে ৩টি বুথ স্থাপন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল, জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক, জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালি, জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লবসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।