নরসিংদী প্রতিনিধি : মাধবদী থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার সাজা পরোয়ানাসহ মোট ১০টি গ্রেফতারী পরোয়ানার দুই আসামী। তারা মাধবদী থানাধীণ শিমুলকান্দি গ্রামের বাসিন্দা।
গ্রেফতারকৃতরা হলো মোঃ বাহার উদ্দিন, পিতা- মৃত হাফিজ উদ্দিন এবং বাহার উদ্দিনের ছেলে মোঃ ইউসুফ সরকার। উভয়ের বিরুদ্ধে রয়েছে সাজা পরোয়ানাসহ মোট ১০টি গ্রেফতারী পরোয়ানা।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (৩০ জুলাই) মোঃ বাহার উদ্দিন, পিতা- মৃত হাফিজ উদ্দিন, গ্রাম শিমুলকান্দি, থানা-মাধবদী, জেলা-নরসিংদীকে ময়মনসিংহের ফুলবাড়িয়া থানা এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয় মাধবদী থানা পুলিশ। তার বিরুদ্ধে একটি সিআর সাজা গ্রেপ্তারি পরোয়ানাসহ মোট ৪টি সিআর গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তার বিরুদ্ধে এনআই অ্যাক্টের মামলাসহ দণ্ডবিধির ৪০৬/৪২০/৪৬২ ধারায় মামলা রয়েছে।
অন্যদিকে মোঃ বাহার উদ্দিনের পুত্র মোঃ ইউসুফ সরকার এর বিরুদ্ধে ৪টি সিআর সাজা গ্রেপ্তারি পরোয়ানাসহ মোট ৬টি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তার বিরুদ্ধেও এনআই অ্যাক্টের মামলাসহ দণ্ডবিধির ৪০৬ ধারায় মামলা রয়েছে।
গ্রেফতারের পর আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।