আবহাওয়া: আজ দেশের উত্তরাঞ্চলে ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এছাড়া ঢাকাসহ রাজধানীতে দিনের প্রথম ভাগে মেঘ-বৃষ্টি থাকার সম্ভাবনা থাকলেও বিকেলের দিকে মেঘ কেটে যেতে পারে। মাঝে মাঝে দেখা মিলতে পারে রোদের।
শনিবার (২৮ আগস্ট) সকাল সোয়া ৯টার দিকে বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, সাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। তবে দেশে এর প্রভাব খুব বেশি না থাকার সম্ভাবনা রয়েছে।
তিনি জানান, ঢাকায় সকাল থেকে মেঘলা আকাশ রয়েছে। দিনের প্রথম ভাগে নামতে পারে বৃষ্টি। তবে বিকেলের দিকে বৃষ্টি ও মেঘ কমে যেতে পারে। এছাড়া সারাদেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে সামান্য বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অফিস জানায়, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারী অবস্থায় রয়েছে। রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেই সঙ্গে দেশের উত্তরাঞ্চলে বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং সামান্য বাড়তে পারে রাতের তাপমাত্রা। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ঢাকা বিভাগের নিকলিতে ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
আর গত ২৪ ঘণ্টায় নীলফামারীর ডিমলায় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে ৬৮ মিলিমিটার। আগামী দুইদিন বাড়তে পারে বৃষ্টির পরিমাণ। তবে ৫ দিনের অবস্থায় বলা হয়েছে, আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।