আবহাওয়া: আজ রাজধানীতে দিনের শুরুতেই মেঘলা আকাশ থাকলেও মধ্যভাগে তা কিছুটা কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আগামী ২৪ ঘণ্টায় ঢাকাসহ রাজধানীতে মেঘলা আকাশ ও হালকা বৃষ্টিপাত হতে পারে। এছাড়া সারাদেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে কোথাও কোথাও ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
রোববার (২৯ আগস্ট) সকাল ১০টার দিকে বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. শাহিনুল ইসলাম তথ্য জানান। তিনি বলেন, গতকালের মতোই আজকের আবহাওয়া থাকতে পারে। দেশের অধিকাংশ স্থানে মেঘলা আকাশের সঙ্গে মাঝে মাঝে নামতে পারে বৃষ্টি। এছাড়া রাজধানীতে মেঘলা আকাশের সঙ্গে রোদেরও দেখা মিলতে পারে।
এই আবহাওয়াবিদ জানান, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। তবে এর প্রভাব বাংলাদেশের ওপর দিয়ে পড়ার তেমন সম্ভাবনা নেই।
আবহাওয়া অফিস জানায়, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারী অবস্থায় রয়েছে। রংপুর, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশে বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে।
সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে তেঁতুলিয়ায়। আগামী দুইদিনে বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।