আরাফাত রায়হান, চবি প্রতিনিধি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের বগিভিত্তিক গ্রুপ বিজয়ের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
৩০শে সেপ্টেম্বর (বৃহস্পতিবার) রাত ১টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের বগিভিত্তিক গ্রুপ বিজয়ের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বিজয় গ্রুপের জাহিদ (একাউন্টিং বিভাগ,১৮-১৯), মুজাহিদ (সংস্কৃত, ১৫-১৬)সহ আরো কয়েকজনকে কুপিয়ে জখম করা হয়েছে বলে জানা গেছে। ছাত্রলীগ নেতা মুজাহিদের প্রায় ১০০টি সিলি এবং জাহিদের মাথায় ১৪টি সিলি লাগে। মুজাহিদ ও জাহিদকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জাহিদের সাথে সরেজমিনে কথা বলে ওদের পরিচয় পাওয়া যায়। ওরা সবাই ইলিয়াস ও জাহেদ আওয়ালের অনুসারী। জাহিদের ভাষ্যমতে, বিজয়ের নেতা ইলিয়াস ও জাহিদের নেতৃত্ব না মানার কারনে আমাদেরকে রাতের অন্ধকারে ঘুমের মধ্যে এসে আর্তকিত হামলা চালায় এবং দেশিয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। দেলোয়ার(১৫-১৬) হামলায় নেতৃত্ব দেয়। জিকু, সাহিল, জাকির, ফয়সাল, নাঈম আকন্দ সহ আরো ২০/২৫ জন ছিল।
এ ঘটনায় জানতে চাইলে “বিজয়” এর নেতা আল আমিন বলেন, ” হঠাৎ আমাদের ছেলেদের শিবিরের মতো করে অতর্কিত হামলা করে, আমরা জানিনা তারা কারা। তবে প্রক্টর স্যারের সাথে কথা বলবো আমরা কাল। ওরা কিঁছুটা সুস্থ হলে তাদের সাথে কথা বলে আমরা মামলার দিকে যাবো ।”