ক্যাম্পাস: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কার্জন হলে অবস্থিত বিজ্ঞান ও জীববিজ্ঞান অনুষদ ভবনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য নবনির্মিত ‘সায়েন্স শিক্ষক লাউঞ্জ’ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৫ অক্টোবর) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এটি উদ্বোধন করেন।
উপাচার্য বলেন, দীর্ঘদিনের প্রত্যাশিত এই লাউঞ্জের মাধ্যমে শিক্ষকদের নানা ধরনের সমস্যার সমাধান হলো। বিজ্ঞান অনুষদের শিক্ষকরা এখানে খাওয়ার পাশাপাশি পড়াশোনা ও গবেষণা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলাপ-আলোচনা করতে পারবেন। এতে করে শিক্ষকদের মধ্যে একটা নতুন দ্বার উন্মোচিত হলো।
এ সময় প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুস ছামাদ, জীব বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মিহির লাল সাহাসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন হলের প্রাধ্যক্ষ এবং বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।