নিজস্ব প্রতিবেদকঃ
বিশ্বময় মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমনের শুরু থেকে জনগনের পাশে আছেন বাংলাদেশ পুলিশের সদস্যরা। একক পেশা হিসেবে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন বাংলাদেশ পুলিশের সদস্যরা। এর মধ্যে অনেকে সুস্থও হচ্ছেন। করোনায় আক্রান্ত আরো ১২১ জন পুলিশ সদস্য সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে বাড়ি ফিরেছেন। এ নিয়ে এখন পর্যন্ত কয়েক ধাপে সুস্থ হলেন পাঁচ শতাধিক করোনা আক্রান্ত পুলিশ সদস্য।
রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ সাইফুল ইসলাম সানতু বলেন শুক্রবার (২২ মে) আরো ১২১ জন পুলিশ সদস্য সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
এদের মধ্যে ৫৬ জন কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল থেকে রিলিজ নিয়েছেন এবং বাকিরা ইমপালস হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন।
হাসপাতাল ত্যাগ করার সময় বরাবরের মতোই করোনা প্রতিরোধের সম্মুখযোদ্ধাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় বলেও জানান তিনি।
সরকারের আইইডিসিআর এর চিকিৎসা প্রটোকল অনুযায়ী এ ১৮১ পুলিশ সদস্যদের পরপর দুবার কোভিড-১৯ টেস্ট করা হয়। টেস্টে দুবারই কোভিড-১৯ নেগেটিভ হওয়ায় চিকিৎসকরা তাদেরকে করোনামুক্ত ও সুস্থ ঘোষণা করে হাসপাতাল ত্যাগের ছাড়পত্র দেন।