নিজস্ব প্রতিনিধি: কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়নে ২০১৮ সালে আলহাজ্ব এরশাদ উদ্দিন প্রতিষ্ঠা করেন আলহাজ্ব এরশাদ উদ্দিন নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়টি। প্রতিষ্ঠালগ্ন থেকেই বিদ্যালয়টি ব্যতিক্রমধর্মী নানাবিধ কার্যক্রম করে এলাকাবাসী ও সুধী মহলের কাছে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
ইতিমধ্যে বিদ্যালয়টি ৫ম শ্রেণীর (সমাপনী) পরীক্ষার্থীদের মেধা যাচাই প্রতিযোগিতার আয়োজন করেছে । আগামী ১১ ডিসেম্বর করিমগঞ্জের রৌহায় এরশাদ উদ্দিন নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন করিমগঞ্জ পৌর মডেল কলেজ এবং আলহাজ্ব এরশাদ উদ্দিন নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ্ব এরশাদ উদ্দিন।
আয়োজক কর্তৃপক্ষ জানায়, এই প্রতিযোগিতায় নিয়ামতপুর ইউনিয়নের সকল স্কুলের পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। আয়োজক কর্তৃপক্ষের দেওয়া ফরম পূরণ করে ২২ নভেম্বর থেকে ৯ ডিসেম্বরে মধ্যে জমা দিয়ে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।
প্রতিযোগিতায় বিজয়ীরা পাবে আকর্ষনীয় পুরস্বার। বহুনির্বাচনী সাধারণ জ্ঞান পরীক্ষায় অংশ নিয়ে মেধা যাচাই করতে হবে যেখানে বাংলা-১০ নাম্বার, ইংরেজি -১০, গণিত ১০ ও সাধারণ জ্ঞান ২০সহ মোট ৫০ নাম্বার থাকবে।