আবহাওয়া: আগামী ২৯-৩০ ডিসেম্বর দেশের চারটি বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পর শীতের তীব্রতা বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। সোমবার (২৭ ডিসেম্বর) আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. শাহিনুল ইসলাম এসব তথ্য জানান।
মো. শাহিনুল ইসলাম বলেন, ‘রংপুর, ময়মনসিংহ, সিলেট ও ঢাকা বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ২৯ থেকে ৩০ ডিসেম্বরের মধ্যে বৃষ্টি হতে পারে। বৃষ্টি থাকাকালীন সময়ে শীত বাড়বে না। তবে বৃষ্টির শেষে ধীরে ধীরে শীতের তীব্রতা বাড়বে। শীতের তীব্রতা বেশি থাকবে উত্তরবঙ্গ ও উত্তর-পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে। বৃষ্টি বেশি হলে কিছু কিছু এলাকায় আবারও মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বইতে পারে।’
তাপমাত্রার তথ্যে তিনি বলেন, ‘ঢাকায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জানুয়ারিতে বেশ কয়েকবার শীত বাড়বে। চলতি আবহাওয়ার পরিস্থিতি জানুয়ারির ২ থেকে ৩ তারিখ পর্যন্ত অব্যাহত থাকবে। তারপর তাপমাত্রা কমতে শুরু করবে। জানুয়ারির প্রথম দিকে আমাদের মাসিক সভা হয়। ওই সভার পর মাসের সার্বিক আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে জানা যাবে।’
আবহাওয়া অধিদফতর জানায়, ক্লাইমেটলজি’র কথা চিন্তা করলে, বর্তমানে সমুদ্র গরম অবস্থায় আছে। তাই দেশের আবহাওয়া শুষ্ক আছে। সমুদ্রের আবহাওয়া গরম থাকায় উত্তরাঞ্চলে এখনও উল্লেখযোগ্য শীত পড়েনি।