পশ্চিমবঙ্গ সংবাদদাতা:ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর (এনসিআরবি) ২০১৯ সালের রিপোর্টে বাংলার কোনও হিসেবের উল্লেখ নেই। পরিবর্তে দেওয়া হয়েছে ২০১৮ সালের তথ্য। এ নিয়ে তীব্র ক্ষোভ জানিয়েছে রাজ্য সরকার। বলেছে, তারা রাজ্যের অপরাধ সংক্রান্ত তথ্য পাঠিয়ে দেওয়া হয়েছিল দিল্লিকে। শাসক দল তৃণমূলের অভিযোগ, উদ্দেশ্যপ্রণোদিত ভাবে সেই হিসেব প্রকাশ করা হয়নি। তবে কেন্দ্র পাল্টা জানিয়েছে, সাম্প্রতিক তথ্য দেয়নি পশ্চিমবাংলা। তাই ওই সালের তথ্য নিয়েই জাতীয় ও শহর ভিত্তিক হিসেব দিতে হয়েছে এনসিআরবি–কে। তবে কেন্দ্রীয় সরকারের অভিযোগ অস্বীকার করেছে রাজ্য সরকার।
সূত্রের খবর, ৩০ জুনের মধ্যে দেশের সমস্ত রাজ্যের কাছ থেকে অপরাধ সংক্রান্ত তথ্য চেয়েছিল এনসিআরবি। কিন্তু পশ্চিমবাংলা সরকার ওই নির্দিষ্ট তারিখের মধ্যে সেই তথ্য এনসিআরবি–কে পাঠাতে পারেনি। এ ব্যাপারে রাজ্য সরকারের যুক্তি, করোনা পরিস্থিতির জন্যেই তারা ওই তথ্য নির্দিষ্ট সময়ের মধ্যে কেন্দ্রের কাছে পাঠাতে পারেনি। রাজ্যের সমস্ত তথ্য একসঙ্গে করে এনসিআরবি–কে পাঠাতে কিছুটা দেরি হয়ে যায়। কিছুটা বলতে এক মাস। এনসিআরবি সূত্রে খবর, রাজ্যের তরফে ওই তথ্য কেন্দ্রকে পাঠানো হয় ৩০ জুলাই। এই যুক্তিতে কেন্দ্রীয় সরকার এনসিআরবি–র রিপোর্টে বাংলার এ বছরের অপরাধ সংক্রান্ত তথ্য দিতে পারেনি। কিন্তু এ ব্যাপারে রাজ্য পুলিশ প্রশাসনের পাল্টা যুক্তি হল, রাজ্যের কাছ থেকে তথ্য পাওয়ার পর এনসিআরবি কিছু তথ্য যাচাই করতে বেশ কয়েকটি প্রশ্ন পাঠিয়েছিল রাজ্যকে। রাজ্য সরকারও সেইসব প্রশ্নের উত্তর ৭ অগস্ট পাঠিয়ে দেয়। তারও প্রায় দু’মাস পর এনসিআরবি সারা দেশের অপরাধ সংক্রান্ত রিপোর্ট প্রকাশ করে।
এর অর্থ, বাংলার তথ্য প্রকাশ করার মতো যথেষ্ট সময় কেন্দ্রের কাছে ছিল। কিন্তু কেন তারা প্রকাশ করেনি, তার কোনও যুক্তিসঙ্গত কারণ রাজ্য প্রশাসন বুঝতে পারছে না। রাজ্য সরকারের তরফে এই ঘটনার জন্য কেন্দ্রীয় সরকারকেই পরোক্ষে দায়ী করা হয়েছে। বিষয়টি নিয়ে বিরোধী দল বিজেপি অবশ্য সমালোচনা করেছে রাজ্য সরকারের। তাদের প্রশ্ন, করোনা পরিস্থিতির মধ্যেও অন্য রাজ্যগুলি যদি তাদের হিসেব পাঠিয়ে দিতে পারে, তা হলে পশ্চিমবাংলা কেন পারেনি? আসলে কেন্দ্রের কাছে অপরাধের প্রকৃত তথ্য আড়াল করতে চেয়েছে রাজ্য সরকার। অন্যদিকে, শাসক দল তৃণমূল বলেছে, পশ্চিমবাংলায় অপরাধের সংখ্যা অনেক কমেছে। মানুষের কাছে সে কথা গোপন রাখতেই সেই তথ্য প্রকাশ করেনি কেন্দ্রীয় সরকার।
উল্লেখ্য, এনসিআরবি যে তথ্য প্রকাশ করেছে, তাতে দেখা যাচ্ছে, ২০১৯ সালে সারা ভারতে প্রতিদিন গড়ে ৮৭টির মতো ধর্ষণের ঘটনা ঘটেছে। এই অপরাধে সবার উপরে রয়েছে রাজস্থান। দ্বিতীয় স্থানে উত্তরপ্রদেশ এবং তৃতীয় স্থানে রয়েছে মধ্যপ্রদেশ। গত বছর সারা দেশে নারীদের বিরুদ্ধে অপরাধের ঘটনায় মোট মামলা দায়ের হয়েছে ৪ লক্ষ ৫ হাজার ৮৬১টি। ২০১৮ সালের তুলনায় ২০১৯ সালে এমন ধরনের অপরাধ বেড়েছে ৭ শতাংশ।