রাঙাামাটি প্রতিনিধি: পার্বত্য জেলা রাঙামাটি পৌর শহরে সাধনাপুর ৬ নং ওযার্ডে পাহাড় কাটার অপরাধে অবশেষে দুইজনের বিরুদ্ধে মামলা ৭০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।সচিত্র সংবাদ প্রকাশের পর শনিবার বিকালে রাঙামাটি সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমা বিনতে আমীন জেলা শহরের রাঙাপানি সাধনাপুর এলাকায় পাহাড় কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে মামলা ও জরিমানা করেন।
উপজেলা প্রশাসন সুত্রে জানায়, দন্ত প্রাপ্তরা হলেন- মোহন চান দেওয়ান ও রনেল দেওয়ান । এরমধ্যে মোহন চান দেওয়ানকে ৫০ হাজার টাকা ও রনেল দেওয়ানকে ২০ হাজার টাকা জরিমানাসহ দুজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলা দায়ের করা হয়।
বিষয়টির নিশ্চিত করে রাঙামাটি সদর ইউএনও নাজমা বিনতে আমীন বলেন, জেলা শহরের সাধনাপুর এলাকায় পাহাড় কাটার কথা জেনে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। অভিযানে পাহাড় কাটার দায়ে অভিযুক্ত মোহন চান দেওয়ানকে ৫০ হাজার ও রনেল দেওয়ানকে ২০ হাজার জরিমানাসহ দুজনের বিরুদ্ধে মামলা হয়েছে। এছাড়া সেখানে সতর্কতামূলক পোস্টার টানানো হয়েছে।
ইউএনও বলেন, আমরা অভিযুক্ত আরেক জনের কথা জেনেছি। তাকে এবার পাওয়া যায়নি। সামনে তার বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পাহাড় কাটা ও পরিবেশ বিধ্বংসীকাজে জড়িতদের বিরুদ্ধে প্রশাসনের তৎপরতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
উল্লেখ্য পাহাড় কাটা শুরুতে স্থানীয় প্রশাসকে প্রতিবেদক দুইদফায় জানানো হলেও কোন ব্যবস্থা নেয়া হয়নি। ফলে বেপোরোয়া হয়ে পাহাড়গুলো ন্যাড়া করে ফেলেছে ।