নিজস্ব প্রতিনিধি, রাঙামাটি: জেলা পরিবারকল্যাণ বিভাগে ৩য় ও ৪র্থ শ্রেণির বিভিন্ন পদে (১১-২০ গ্রেড) জনবল নিয়োগের আহবান করে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ। এতে সংশ্লিষ্ট কিছুসংখ্যক পদে আবেদন করেন প্রার্থী । ৮ অক্টোবর শুক্রবার লিখিত পরীক্ষার স্থগিত ঘোষনা করা হয়েছে ।
নিয়োগ পরিক্ষার স্থগিত হওয়ার বিষয়ে জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী প্রতিবেদককে বলেন, সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের প্রতিনিধি রাঙামাটিতে পাঠাইতে পারছে না বিধায় লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে।
ইতিমধ্যে দুর্গম এলাকার বিভিন্ন উপজেলা থেকে লিখিত পরীক্ষার দিতে আবাসিক হোটেল ও আত্বীয় স্বজনের বাসা বাড়ীতে উঠেছে ।