আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে মাত্র আট বছর বয়সের এক শিশুকন্যাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে কসমেটিক ব্যাবসায়ী সোহেল রানা (৩৫) কে গণপিটুনি দিয়ে থানা পুলিশে সোপর্দ করেছে স্থনীয়রা। সোহেল আদমদীঘি উপজেলার হেলালিয়ার ছাতনী-ঢেকড়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে। গত শনিবার সন্ধ্যায় আদমদীঘির হেলালিয়া স্টেশান বাজারে তার দোকান ঘরে এঘটনা ঘটে। এ ঘটনায় ওই শিশুটির মা বাদি হয়ে কসমেটিক ব্যবসায়ী সোহেল রানাকে আসামি করে মামলা দায়ের করেছেন।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) জালাল উদ্দীন জানান, গত শনিবার (৩ অক্টোবর) বিকেল ৫টায় আদমদীঘির হেলালিয়া বাজারের সোহেল রানার কসমেটিকসের দোকানে ছাতনী-ঢেকড়া গ্রামের আট বছরের এক শিশু নেইলপালিস, মাথার ব্যান্ড, পুতুলসহ কিছু খেলনা সামগ্রী কিনে বাড়ি ফেরার সময় দোকানী সোহেল রানা কৌশলে শিশুটিকে তার দোকান ঘরে ঢুকিয়ে আড়ালে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। বিষয়টি শিশুর পরিবারসহ আশেপাশের লোকজন টের পেরে অভিযুক্ত সোহেল রানাকে গণপিটুনি দেয়।
খবর পেয়ে পুলিশ ভিকটিমকে উদ্ধার ও ধর্ষণের চেষ্টাকারী সোহেল রানাকে আটক করে। তিনি আরও জানান, গ্রেফতারকৃত সোহেল রানাকে আহত অবস্থায় পুলিশ হেফাজতে নিয়ে প্রথমে আদমদীঘি ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল রোববার ভিকটিমের জবানবন্দী গ্রহনের জন্য আদালতে প্রেরণ করা হয়েছে।