নিজস্ব প্রতিবেদক: নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের বিশেষায়িত এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। তারা হলো- সজিব হোসাইন (২৬) ও আমিনুল ইসলাম (২০)। গত বুধবার সজিবকে ঝিনাইদহের কালিগঞ্জ ও আমিনুলকে নারায়ণগঞ্জের আড়াইহাজার থেকে গ্রেফতার করা হয়েছে। এটিইউর পাঠানো পৃথক দুটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এটিইউর পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস) মোহাম্মদ আসলাম খান জানান, বুধবার বিকেলে কালিগঞ্জ থানার মঙ্গলপৈতা বাজার এলাকায় অভিযান চালিয়ে সজিবকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সজিব ‘গাজওয়াতুল হিন্দ’ প্রতিষ্ঠার লক্ষে দীর্ঘদিন ধরে অনলাইনে প্রচারণাসহ রাস্ট্রবিরোধী ষড়যন্ত্র করে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে বাংলাদেশে খিলাফত প্রতিষ্ঠা করতে বিভিন্ন কার্যক্রমের কথা স্বীকার করেছে।
এদিকে, এটিইউর পৃথক অভিযানে নারায়ণগঞ্জের আড়াইহাজার থানাধীন দক্ষিণপাড়া এলাকা থেকে আমিনুল ইসলামকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ছাড়াও বিপুল পরিমাণ উগ্রবাদী বই ও দলীয় কাগজপত্র উদ্ধার করা হয়েছে। তিনি একই এলাকার সৈয়দ শামসুদ্দিনের ছেলে।
এটিইউ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমিনুল নিজেকে এবিটির সক্রিয় সদস্য হিসেবে স্বীকার করেছে। তিনিও দীর্ঘদিন ধরে কথিত ইসলামী খেলাফত প্রতিষ্ঠার লক্ষে ফেসবুকসহ বিভিন্ন অনলাইন মাধ্যমে তাদের মতবাদ প্রচার করে আসছে। তিনি ফেসবুকে একটি উগ্রবাদী গ্রুপের অ্যাডমিন হিসেবে দায়িত্ব পালন করেন এবং বিশ্বস্ত আরো কয়েকজনকে অ্যাডমিন হিসেবে অন্তর্ভূক্ত করেন। এছাড়া ফেসবুকে জঙ্গীবাদ সংক্রান্ত পোস্ট দেয়ায় তার আইডি বন্ধ করে দিলে পরবর্তীতে ‘ঘুমন্ত শার্দুল’ নামে নতুন আইডি খুলে ফের প্রচারণা শুরু করে। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে আড়াইহাজার থানায় মামলা হয়েছে।