1. abrajib1980@gmail.com : মো: আবুল বাশার রাজীব : মো: আবুল বাশার রাজীব
  2. abrajib1980@yahoo.com : মো: আবুল বাশার : মো: আবুল বাশার
  3. farhana.boby87@icloud.com : Farhana Boby : Farhana Boby
  4. mdforhad121212@yahoo.com : মোহাম্মদ ফরহাদ : মোহাম্মদ ফরহাদ
  5. shanto.hasan000@gmail.com : রাকিবুল হাসান শান্ত : রাকিবুল হাসান শান্ত
  6. masum.shikder@icloud.com : Masum Shikder : Masum Shikder
  7. shikder81@gmail.com : Masum shikder : Masum Shikder
  8. riyadabc@gmail.com : Muhibul Haque :

আমিরাত স্পিকারের সঙ্গে রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

  • Update Time : শনিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২১
  • ২৭৩ Time View

সংযুক্ত আরব আমিরাতের ফেডারেল ন্যাশনাল কাউন্সিলের স্পিকার সাকার গোবাসের সঙ্গে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ আবু জাফর সৌজন্য সাক্ষাৎ করেছেন। সম্প্রতি আবুধাবির এফএনসি ভবনে তাদের দুজনের সাক্ষাৎ হয়।

এ সময় জাতীয় সংসদ ও এফএনসি এবং দুই দেশের সংসদ সদস্যদের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধিসহ সম্পর্ক উন্নয়ন ও সম্প্রসারণের বিভিন্ন বিষয়ে তারা আলোচনা করেন

দুই দেশের সংসদ সদস্যদের সমন্বয়ে একটি যৌথ কমিটি গঠন এবং সদ্যস্যদের মধ্যে সফর ও মতামত বিনিময়ের মাধ্যমে দুদেশের দ্বি-পাক্ষিক সম্পর্ক আরও জোরদার করা যেতে পারে মর্মে ইউএই স্পিকার অভিমত ব্যক্ত করেন।

বৈঠকে রাষ্ট্রদূত জাফর শিক্ষা, জনস্বাস্থ্য, খাদ্য উৎপাদন, নারীর ক্ষমতায়ন, ভৌত অবকাঠামো উন্নয়ন এবং তথ্য প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অভূতপূর্ব সাফল্যের বিষয়টি তুলে ধরেন। এছাড়া করোনাভাইরাস নিয়ন্ত্রণ এবং করোনাকালীন অর্থনৈতিক ব্যবস্থাপনায় প্রধানমন্ত্রীর সফলতার বিষয়টিও তুলে ধরেন তিনি।

এছাড়া অন্যান্য বিষয়ের মধ্যে জনশক্তি রফতানি, খাদ্য নিরাপত্তা, বিনিয়োগ ইত্যাদি খাতে দ্বি-পাক্ষিক সহযোগিতা বৃদ্ধির বিষয়েও তারা মতবিনিময় করেন। ইউএই স্পিকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শিক্ষা, স্বাস্থ্য, নারী ক্ষমতায়নসহ আর্থ-সামাজিক বিভিন্ন খাতে বাংলাদেশের উল্লেখযোগ্য উন্নয়নের ভূয়সী প্রসংশা করেন।

রাষ্ট্রদূত ইউএই স্পিকারকে বাংলাদেশের স্পিকার ড. শিরিন শারমিনের শুভেচ্ছা পৌঁছে দেন এবং তার পক্ষ থেকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। সাকার গোবাস এ আমন্ত্রণ গ্রহণ করে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আশাবাদ ব্যক্ত করেন এবং ড. শিরিন শারমিনকেও ইউএই সফরের আমন্ত্রণ জানান।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো নিউজ দেখুন..