নিজস্ব প্রতিবেদক: রাঙামাটিতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে রাঙামাটি জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বলেন ,আমি চাইলেও রাঙামাটিকে ভুলতে পারবো না। বিশেষ করে এখানকার এমপি মহোদয়কে ভুলতে পারবো না । এমপির অভিজ্ঞতা দক্ষতা ,বুদ্ধিমক্তা প্রশংসা করতে হয়। শেষ আইনশৃংখলা সভায় আরো বলেন,আমি গৃহায়ন ও গণপুর্ত বিভাগের উপসচিব পোষ্টিং হয়েছে ,রাঙামাটি যে কোন বিষয় আপনারা যোগাযোগ করতে পারবেন।
এতে আরো বক্তব্যে রাখেন জেলা সিভিল সার্জন ডা. নিহার রঞ্জন নন্দী, পুলিশ সুপার মীর আবু তৌহিদ, পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, জেলা পরিষদ সদস্য বিপুল ত্রিপুরা, অতিরিক্ত জেলা প্রশাসক আবদুল্লাহ আল মাহমুদ, সদর উপজেলা নির্বাহী অফিসার নাজমা বিনতে আমিন, জেলার সরকারি বেসরকারি সকল কর্মকর্তা সহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা।
আইন শৃঙ্খলা সভা, জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং সংঘটিত অপরাধ, সন্তাস ও নাশকতা সংক্রান্ত, চোরাচালান নিরোধ, নারী ও শিশু নির্যাতন, যৌন হয়রানি, বাল্যবিবাহ ও ইভটিজিং, স্বাস্থ্য সেবা, মাদক প্রতিরোধে সিদ্ধান্ত গ্রহণ সহ বর্তমানে মশাবাহী রোগ ডেঙ্গু ও ম্যালেরিয়া প্রতিরোধে নানা দিক তুলে ধরে সমাধান এগিয়ে আসতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয় ।