সকালে ঘুম থেকে উঠে বেলকনির গাছগুলোর পরিচর্যা করা দিনার নিত্যদিনের কাজ।টমেটো গাছে এখনো কোন টমেটো ধরেনি এ দু:খ সে প্রতিদিন আমার সাথে ডজনখানেক বার শেয়ার করে। আজ সকালে দিনার চিৎকার চেচামেচি শুনে লেখা রেখে বেলকনিতে যেতেই সে মার্বেল সাইজের সবুজ পাতার ফাঁকে লুকিয়ে থাকা টমেটোটা দেখাল।
নির্মল আনন্দগুলো এমনি করে ছোট ছোট জিনিসেই লুকিয়ে থাকে, শুধু দেখার মত চোখ আর উপলব্ধি করার মত মন লাগে। যাক, দিনার অপেক্ষা ত ফুরালো, লকডাউনে থাকা কোটি কোটি মানুষের অপেক্ষাও যেন অচিরেই শেষ হয়, অচিরেই যেন করোনা নিপাত যায়!
পরিসংখানে দেখলাম ঢাকা,নারায়ণগঞ্জ,গাজীপুর আর নরসিংদীতে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেশি তাই ওই এলাকাগুলিতে নজরদারি জোরদার করতে হবে যেন লকডাউনের ও সামাজিক দুরুত্বের নিয়ম যথাযথভাবে পালন করা হয়।
শুধু আমেরিকায় প্রায় ১৫০ জন বাংলাদেশী মারা গেছেন।ইতালীতে যে বাংলাদেশিরা আছেন তাদের অধিকাংশেরই এখন কোন কাজ নেই, সবাই আতংক আর অনিশ্চিয়তায় দিনাতিপাত করছেন।আমার কেনা বাসায় যারা ভাড়া থাকেন আজ দুই মাস হলো আমি ভাড়া নেইনি, আবার যখন তারা কাজ শুরু করবেন তখন দিয়ে দিবেন।প্রবাসী কল্যাণ মন্ত্রনালয় ঘোষণা করেছে যে কোভিড ১৯ এ মারা যাওয়া প্রবাসীদের প্রতিটি পরিবারকে ৩ লাখ টাকা করে দেয়া হবে।
ইতালীতে আজ ৩৪৯৩ জন সংক্রমিত হয়েছেন, মারা গেছেন ৫৭৫ জন।রোদের জন্য পাগল ইতালীয়ানরা জুলাই/আগস্ট মাসে শহর খালি করে সাগরের পাড়ে গিয়ে পড়ে থাকে, এছাড়া প্রতিবছর লাখ লাখ টুরিস্ট আসে গরমের দিনে। এবার সবকিছু ওলট পালট হয়ে গেছে। কোভিড ১৯ পরবর্তী বিশ্ব কেমন হবে কে জানে?
বড় বড় ওষুধ সংস্থাগুলি সহ বিশ্বের প্রায় ৮০ টি কম্পানি একটি ভ্যাকসিন তৈরির চেষ্টা করছে এবং কিছু নমুনা ইতিমধ্যে মানুষের মধ্যে পরীক্ষা করা শুরু হয়েছে।এইসব গবেষণা অভূতপূর্ব গতিতে চলছে – কয়েক বছরের কাজ কয়েক মাসে করার চেষ্টা করা হচ্ছে , কাজটা সহজ না! আমরা ধৈর্য ধরে অপেক্ষা করি, সাবধানে থাকি আর আজ যে নিরাপদ ও ভাল আছি এ জন্য শুকরিয়া আদায় করি!
১৭/০৪/২০২০
মিলান, ইতালী।
তথ্যসূত্র – লা রিপাবলিকা, বি বি সি।