প্রত্যয় নিউজ ডেস্কঃ দক্ষিণ ইতালির উপকূলে অভিবাসন প্রত্যাশীদের বহনকারী নৌকায় আগুন লেগে তিনজনের মৃত্যু হয়েছে। নৌকায় থাকা সবাই অবৈধভাবে গ্রীস হয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি প্রবেশ করছিলেন।
এ ঘটনায় গুরুতর আহত আরও ৫ জনকে ইতালির দক্ষিণ উপকূলীয় শহর ক্রতোনের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের শারীরিক অবস্থা পর্যালোচনা করে স্থানীয় স্বাস্থ্য বিভাগ আশঙ্কা প্রকাশ করেছে হতাহতের সংখ্যা বাড়তে পারে আরো।
ক্রতোনের পুলিশ বিভাগ জানিয়েছে, গ্রীস হয়ে ভূমধ্যসাগরের ইতালি অংশে প্রবেশের পরই আগুন লাগে নৌকাটিতে, তবে কি কারণে আগুন লেগেছে তা জানাতে পারেনি তারা। উদ্ধারকাজ করার সময় আহত হয়েছেন দুজন পুলিশ কর্মকর্তা।
ডিপিআর/ জাহিরুল মিলন