নিজস্ব প্রতিবেদক: রাজধানীর চকবাজারের মদীনা আশিক টাওয়ারের ১৪ তলায় হাজী সেলিমের ছেলে ইরফান সেলিমের টর্চার সেলের সন্ধান পেয়েছে র্যাব। সেখানে এখন অভিযান চলছে। আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার পর মদীনা আশিক টাওয়ারের ১৭তলার টর্চার সেলে অভিযান চালানো হয়।
অভিযানে ওই রুম থেকে নির্যাতনে ব্যবহৃত দড়ি, হাতুড়ি, রড, মানুষের হাড়, নির্যাতনে ব্যবহৃত গামছা, নেটওয়ার্কিংয়ের কাজে ব্যবহৃত ওয়াকিটকি, হাতকড়াসহ বিভিন্ন সরঞ্জাম পাওয়া গেছে।
ইরফানের দেওয়া তথ্য অনুযায়ী সেখানে অভিযান চালানো হয় বলে জানা গেছে।