নিজস্ব প্রতিবেদক: নৌবাহিনীর কর্মকর্তাকে হত্যা চেষ্টা মামলার আরেক আসামি এবি সিদ্দিক দিপুকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গোয়েন্দা পুলিশের রমনা জোনের ডিসি এইচ এম আজিমুল হক জানান, সোমবার দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে টাঙ্গাইল থেকে তাকে গ্রেফতার করা হয়। নৌ কর্মকর্তাকে সিদ্দিকই বেশি আহত করে বলে জানান তিনি।
এদিকে, র্যাবের ভ্রাম্যমান আদালতে এক বছরের সাজার পর কেরানীগঞ্জ কারাগারে নেয়া হয়েছে সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ইরফান সেলিম ও তার দেহরক্ষী জাহিদকে। তাদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে আরো দু’টি মামলা করার প্রস্তুতি নিয়েছে র্যাব।
অবৈধ ওয়াকিটকি ও মদ রাখায় ওয়ার্ড কাউন্সিলর ইরফান সেলিম ও তার দেহরক্ষীকে সোমবার এক বছরের কারাদণ্ড দেয় র্যাবের ভ্রাম্যমান আদালত। নৌবাহিনীর কর্মকর্তাকে মারধরের মামলায় তার বাসা থেকে এই দুইজনকে গ্রেফতার করে র্যাব। অভিযানে অস্ত্র, মদ ও ওয়াকিটকি উদ্ধার করা হয়।
এছাড়া ওই মামলায় গ্রেফতার ইরফানের গাড়ি চালককে এক দিনের রিমান্ড দিয়েছে আদালত।