নিজস্ব প্রতিনিধি: ঈদ উল ফিতর উপলক্ষে আজ মঙ্গলবার রাঙামাটিতে সেনাবাহিনীর পক্ষ থেকে গরীব ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রি বিতরণ করা হয়েছে। ঈদের আনন্দ ভাগাভাগি করতে এই ঈদের উপহার প্রদান করা হয়।
রাঙামাটির রিজিয়নের প্রান্তিক হল রুম প্রাঙ্গনে ঈদের সামগ্রি বিতরণ করেন রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইমতাজ উদ্দিন। এসময় সেনাবাহিনীর উর্দ্ধতন কর্মকর্তরা উপস্থিত ছিলেন। এতে রাঙামাটি রিজিয়ন আওতাধীন শতাধিক গরীব ও দুস্থ বাঙালীদের মাঝে ঈদের উপহার তুলে দেওয়া হয়। বিতরণ সামগ্রির মধ্যে রয়েছে সেমাই, চিনি, দুধ,ডাল তৈল, পেয়াজ,আলু,রসুন,মসলা, লবন,পোলাউ চাউল ও মুরগী।
রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইমতাজ উদ্দিন বলেন, সেনাবাহিনী জাতি ধর্ম, বর্ণ ধর্ম নির্বিশেষে সকল ভেদাভেদ ভুলে গিয়ে দেশকে সামনে দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাধে কাধ মিলিয়ে কাজ বরে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় এই ক্ষুদ্র চেষ্টা। এ ধরনের সেবামুলক কার্যক্রমে রাঙামাটি রিজিয়ন তার সর্বোাচ্চ প্রচেষ্টা দিয়ে শান্তি সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করণের লক্ষ্য কাজ করতে ও দুর্গম এলাকার জনসাধারনের কল্যাানার্থে সকল কার্যক্রমে সবার পাশে থাকার বদ্ধপরিকর। এ ধরনের সেবামূলক কার্যক্রম ভষ্যিতেও অব্যাহত থাকবে।