জসিম তালুকদার (চট্টগ্রাম দঃ):০৫ জুন তারিখে সন্ধ্যার সময় উখিয়া থানা পুলিশের একটি চৌকষ টিম মাদক বিরোধী অভিযান পরিচালনা করে উখিয়া থানাধীন ০৩ নং হলদিয়াপালং ইউপিস্থ মরিচ্যা গরুর বাজার সংলগ্ন গোয়ালিয়া তিন রাস্তা মোড় হতে গ্রেফতারকৃত আসামী (১) সহিদুল ইসলাম প্রকাশ জুয়েল (২২), পিতা- নুরুল ইসলাম, সাং- ধেছুয়া, থানা- রামু, জেলা- কক্সবাজার এর হেফাজত হতে ২০০০ (দুই হাজার) পিস ইয়াবা (মাদক) ট্যাবলেট উপস্থিত স্থানীয় জনগন ও সাক্ষীদের সামনে জব্দ ও গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।