প্রত্যয় ডেস্ক, নিজস্ব প্রতিনিধি, উত্তরবঙ্গঃ বাদীনীর মেয়ের নিকট হতে অনলাইন যোগাযোগমাধ্যমে প্রেমের সম্পর্কের অভিনয় করে অভিনব কায়দায় প্রতারণার মাধ্যমে টাকা ও স্বর্ণালংকার হাতিয়ে নেওয়ার অভিযোগের প্রেক্ষিতে বগুড়া সদর থানায় পর্ণোগ্রাফি আইনে মামলা রুজু হইলে পুলিশ সুপার বগুড়া মোঃ আলী আশরাফ ভূঞা বিপিএম-বার সার্বিক দিকনির্দেশনায় পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ এমরান মাহমুদ তুহিন এর নের্তৃত্বে “সাইবার পুলিশ বগুড়া’র” একটি চৌকস টিম অদ্য ২৫/০৯/২০২০ খ্রিঃ রাত্রী ১২.০৫ ঘটিকার সময় বগুড়া জেলার দুপচাঁচিয়া থানাধীন চৌধুরি পাড়া তিনমাথা মোড়স্থ জনৈক মোঃ আওরঙ্গজেব তালুকদারের গ্যাস সিলিন্ডারের দোকানের সামনে হতে মোঃ তানজিমুল ইসলাম রিয়ন (২২) পিতা- মৃত তাজুল ইসলাম কবিরাজ, মাতা- মোছাঃ খাদিজা আক্তার, স্থায়ী-সাং-চকদেবপাড়া, থানা ও জেলা- নওগাঁ, এ/পি- নানা- মোঃ আবু সাইদ ফকির, সাং-চৌধরীপাড়া তিনমাথা, থানা-দুঁপচাচিয়া, জেলা-বগুড়াকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকালে উপস্থিত সাক্ষীদের সামনে আসামীর পরিহিত থ্রি-কোর্য়াটার প্যান্টের ডান পকেট হতে আসামীর নিজ হাতে বাহির করে দেওয়া মতে একটি iphone s মোবাইল ফোন ও ২টি সিমকার্ড উদ্ধারপূর্বক জব্দ করা হয়। ধৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে এবং জব্দকৃত ডিভা্ইস চেক করে দেখা যায় যে, একাধিক মেয়ের সাথে তাহার প্রেমের সম্পর্ক আছে তারমধ্যে ২০ জনের অধিক মেয়ের শরীরের বিভিন্ন অংশের অশ্লীল স্থিরচিত্র এবং অশ্লিল ভিডিওচিত্র তার ফেসবুক আইডির মেসেঞ্জারে সংরক্ষিত অবস্থায় আছে।যাহা তাদের সাথে অনলাইন ভিত্তিক বিভিন্ন যোগাযোগমাধ্যমে ভিডিও কলে কথা বলার সময় স্ক্রিন রের্কোডারের মাধ্যমে ভিডিওচিত্র ও স্থিরচিত্র ধারণ করে পরবর্তীতে ব্ল্যাকমেইল করে টাকা পয়সা ও স্বর্ণালংকার হাতিয়ে নেয়।
অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানায়, আসামীকে অধিকতর তদন্তের জনে ৭ দিনের রিমান্ড চাওয়া হবে।
রিপোর্টঃ রাকিবুল হক শান্ত