নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি (এফপিএবি) রাঙামাটি সুখী জীবন প্রকল্পের তিনদিন ব্যাপী প্রশিক্ষন উদ্বোধন করেন। জেলা পরিষদের সদস্য সুবীর কুমার চাকমা প্রধান অতিথি হিসাবে বলেন,সরকারি বেসরকারী প্রতিষ্ঠানের মাঠ পর্যায়ে কর্মীদের সমন্বয় সাধনের মধ্যে দিয়েই পরিবার পরিকল্পনা কর্মসুচীর সফলতা সম্ভব বলে মন্তব্য করেন।
৪ অক্টোবর সোমবার সকালে বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি (এফপিএবি) রাঙামাটি শাখা আয়োজিত সুখী জীবন প্রকল্পের তিনদিন ব্যাপী মাঠ পর্যায়ে কর্মরত ্এ্যাকট্রিভ এ আর এইচপিদের প্রশিক্ষন কর্মশালায় উপরোক্ত মন্তব্য করেন।
শাখার সভাপতি মুজিবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন এফপিএবি জেলা কর্মকর্তা অরুন শীল। শুভেচ্ছা বক্তব্য রাখেন মেডিকেল অফিসার ডা.কেটি চাকমা, কার্য নিবার্হী সদস্য চৌধুরী হারুনুর রশীদ উপস্থিত ছিলেন নিবার্হী সদস্য জামসেদ চৌধুরী ।
সুখী জীবন প্রকল্পের বিভিন্ন উপজেলার ৩০ জনকে প্রশিক্ষন প্রদান করছেন পরিবার পরিকল্পনা উপ-পরিচালক আনোরুল আজিম ও পরিবার পরিকল্পনা সদর উপজেলা কর্মকর্তা বিমল চাকমা ও এফপিএবির মেডিকেল অফিসার প্রমুখ।