প্রত্যয় ডেস্ক, কক্সবাজার জেলা প্রতিনিধিঃ কক্সবাজারের উখিয়াস্থ বাংলা জার্মান সম্প্রীতি (বিজিএস) এনজিওর কোয়ার্টার থেকে মোঃ ইউনুস (২২) নামে এক এনজিও কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে উখিয়া থানা পুলিশ।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১.৩০ মিনিটের সময় লাশটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এনজিও কর্মীর বাড়ি কুমিল্লায় বলে জানা গেছে। সে ওয়ার্ল্ড ভিশন নামে এক এনজিওতে কর্মরত ছিলেন। এই ঘটনার সত্যতা স্বীকার করেছেন উখিয়ার জালিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী। তিনি জানান, দুপুরে খবর পেয়ে বাংলা জার্মান সম্প্রীতি (বিজিএস) কোয়ার্টারে গলায় ফাঁস লাগানো অবস্থায় এক যুবকের লাশ ঝুলছে। এই সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে যাই। এর মধ্যে উখিয়া থানার পুলিশ সদস্যরা ঘটনা স্থলে পৌঁছে। পরে পুলিশ লাশটি উদ্ধার করেছে। এই অনাক্ষাংকিত ঘটনার সত্যতা নিশ্চিত করে উখিয়া থানা কর্মকর্তা মরজিনা আক্তার বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি জানান বিষয়টি হত্যা না আত্মহত্যা এখনই বলা সম্ভব হচ্ছে না। ময়নাতদন্তের পর ঘটনার সত্যতা নিশ্চিত করা সম্ভ