প্রত্যয় ডেস্ক রিপোর্ট :ছেলের শূন্য ঘরে পড়ে আছেন মা নাসিমা আক্তার। একমাত্র সন্তান আর নেই- তা এখনও বিশ্বাস করতে পারছেন না তিনি। দেয়াল জুড়ে ছবি, ঘরে সাজানো নানা বই। কর্মজীবনের নানা স্মৃতিও জ্বলজ্বল করছে সবার চোখের সামনে। কিন্তু প্রাণবন্ত প্রিয় মানুষটিই নেই তাদের মাঝে।
গত শুক্রবার (৩১ জুলাই) কক্সবাজারের টেকনাফে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ। নিহত সিনহার মা নাসিমা আক্তার জানান, ঘটনার পর টেকনাফ থানার ওসি ফোন দিয়ে সিনহার নানা বিষয়ে খোঁজ নিলেও তার নিহত হবার খবর গোপন করে গেছেন।
নিহত মেজর (অব.) সিনহার পরিবারের স্বজনরা একে সরাসরি হত্যাকাণ্ড বলে দাবি করছেন। এই ঘটনার দ্রুত তদন্ত ও বিচারের দাবি করেছেন তারা।
সেনাবাহিনী থেকে সেচ্ছায় অবসর নেয়ার পর বিশ্ব ভ্রমণের পরিকল্পনা করছিলেন মেজর সিনহা রাশেদ। ভ্রমণ বিষয়ক একটি ইউটিউব চ্যানেল বানানোর কাজও চলছিলো। তারই অংশ হিসেবে সিনহা কক্সবাজারে ভিডিও তৈরির কাজে গিয়েছিলেন বলে জানিয়েছে তার পরিবার।