নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ
কঠোর লকডাউনের প্রথম দিনে বিভিন্ন স্থানে পুলিশের চেকপোষ্ট। রাস্তায় বেরুলে যথাযথ কারণ না দেখাতে পারলে দেয়া হচ্ছে মামলাও!
বুধবার (১৪ এপ্রিল) দেশে সাতদিনের সর্বাত্নক লকডাউন শুরু হয়েছে। কঠোর বিধি-নিষেধকে কঠোরভাবে মানাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সকাল থেকে রাজধানী জুড়ে তৎপর দেখা গিয়েছে।
সরেজমিনে রাজধানীর বিভিন্ন সড়কে দেখা গেছে, গুরুত্বপূর্ণ মোড় থেকে শুরু করে প্রায় সব জায়গায় পুলিশ একাধিক চেকপোষ্ট বসিয়েছে, ব্যক্তিগত গাড়ি থেকে শুরু করে অন্যান্য যানবাহন একে একে চেক করে ছাড়া হচ্ছে। লকডাউনে চলাচলের জন্য যেসব গাড়ি বিধি-নিষেধের আওতার বাইরে রয়েছে তারা যারা তাদের উপযুক্ত প্রমান দেখাতে পারছেন তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে। অন্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে অথবা ফেরত পাঠানো হচ্ছে।
দেখা গেছে, যারা গাড়ি নিয়ে বেরিয়ে প্রয়োজনীয় কাগজপএ দেখাতে পাচ্ছেন না তাদেরকে মামলাও দেওয়া হচ্ছে। কাউকে কাউকে সতর্ক করে ছেড়ে দেওয়া হচ্ছে।
যেসব কলকারখানা খোলা রাখার কথা সরকারের প্রজ্ঞাপনে বলা হয়েছে ‘শিল্প-কারখানাগুলো স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক নিজস্ব ব্যবস্থাপনায় চালু থাকবে। তবে শ্রমিকদের স্ব স্ব প্রতিষ্ঠান থেকে নিজস্ব পরিবহন ব্যবস্থাপনায় আনা-নেওয়া নিশ্চিত করতে হবে।’ সেই নির্দেশনা মানতে উদাসীনতা চোখে পড়েছে। অনেক শ্রমিক রিকশায় কিংবা হেটে যাচ্ছেন অথবা অন্যকোনো পরিবহনে যাওয়ার চেষ্টা করছেন যার কারনে চেকপোষ্টে তাদের থামিয়ে দেওয়া হচ্ছে।
এ বিষয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, অধিকাংশ প্রতিষ্ঠানই তাদের কর্মচারীদের জন্য যাতায়াতের জন্য যে আলাদা পরিবহন ব্যবস্থা করার কথা রয়েছে সেটি তারা করেনি।