ওয়েব ডেস্ক: কুয়েতে করোনার নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়েছে। বুধবার (৮ ডিসেম্বর) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম জানায়, এক ব্যক্তির দেহে করোনার নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়েছে। ইউরোপীয় ওই নাগরিক আফ্রিকার একটি দেশ থেকে কুয়েতে এসেছিলেন।
ওই ব্যক্তি করোনার দুই ডোজ টিকা নিয়েছিলেন এবং বর্তমানে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছেন।
কুয়েত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ডা. আব্দুল্লাহ আল-সানাদ ভাইরাসের বিস্তার রোধে বাসিন্দাদের বুস্টার (তৃতীয়) ডোজ গ্রহণ করতে পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, বর্তমানে কুয়েতের করোনা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। অনিরাপদ জমায়েত এবং জরুরি প্রয়োজন ছাড়া ভ্রমণ এড়িয়ে চলতে অনুরোধ করেন তিনি।